আমার চোখের সপ্নেরা
ডানা মেলে উড়তে চায়
কিন্ত ওড়ার সাধ সপ্নেই থাকে;
তারা রঙ মাখতে গিয়েও
সাদা কালোই থেকে যায়,
মরছি ঘুরে অন্ধকারের পাঁকে।
সাদা ক্যানভাসে কিছু আঁকিবুকি দাগ
দিত-গিয়েও দেয়া হয়না,
শুধু লিখে ফেলি কিছু শব্দ;
তারাও আবার আমার ক'থা
কিছু বলেনা,
ক্যনভাস থাকে স্তব্ধ।
আমার ছন্দ মিলিয়ে লেখা বস্তু গুলোকে কবিতা বলতে আমার সাহস হয়না। কবিতার স্থান আমার কাছে অনেক উঁচু। তবু জীবন বোধের কিছু কথা ছন্দে ছন্দে বলে ফেলি। তাই তৈরি হচ্ছে কবিতার মতন কিছু একটা।
আমার পরিচিত সমবয়েসী ৭০ শতাংশ ছেলে মেয়ের মধ্যে আমি উদ্দেশ্য হীনতার যন্ত্রনা দেখি। অনেকে সেই যন্ত্রনা অনুভব করে, অনেকে করেনা।
চাওয়া না পাওয়ার এ যন্ত্রনা আমার মধ্যে আমাকে অস্থির করে তেলে। কখনো কখনো আমি যানিনা আমি কি চাচ্ছি। আবার কখনো চাওয়া প্রকাশ করতে পারছিনা। দেয়ালের পেছনে বসে নিযেই নিযের হাত কামরাচ্ছি। কেটে যাচ্ছে একের পর এক আশাহত রাত। সাদা ক্যানভাস সাদাই থাকে। আমি সামুতে লিখি। অথচ আমি কিন্তু আঁকিয়ে, লিখিয়ে নই। তবুও সামুতে বসে অর্থহীন কিছু শব্দ জোরা লাগানোর চেষ্টা করি। শব্দের আশ্রয়ে যদি নিযের না বলা কথা গুলো বলা যায় সেই আশায়। কিন্তু বলা হলনা। পারিনা।
সর্বশেষ এডিট : ১৮ ই সেপ্টেম্বর, ২০১১ ভোর ৪:০২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





