লেখা-লিখি তে আমার হাত তেমন চলেনা। তবুও হঠাৎ কেন যেন রম্য লিখতে ইচ্ছা হল। বসে পড়লাম। কিন্ত বসলেই ত হবেনা, লিখতেও হবে। অথচ লিখার মৌলিক নিয়ম গুলোই আমি যানিনা।
প্রথমেই সমস্যা্য় পড়লাম, যাকে বলে ধপাশ করে পড়া। নাম বিভ্রাট। লেখার নাম কি দিব? লেখকরা কি করে নাম দেয় জানিনা। লেখার আগে নাম দেয় নাকি লিখে নাম দে্য়। রম্য লেখার সর্বরম্যিয় দুটি নাম আমাদের গদ্য সাহিত্যের দুই দ্বিগগ্বজ নিজেদের নামে রেজিষ্টার্ড করিয়ে নিয়েছেন, যার একটি হচ্ছে হ, য, ব, র, ল আর অন্যটি হচ্ছে এলেবেলে। আমার এই গু বর্গী্য় ছাগপাঠ্যের জন্য আবল তাবল নামটাও খালি নেই। অনেক ভেবে তাই, নাম রাখলাম ভাই ক, ল, র,ব।
নাম নিয়ে কপচা-কপচি দেখে বিরক্ত হচ্ছেন কি? নামটা কিন্ত ভাই জরুরী। নামে নামি হয়, আবার নামেই বদনাম ও হ্য়।
পশ্চিম বঙ্গের রঙ্গ লেখক শচীন ভৌমিক তার বই "Only for adults"-এ মজার একটি নাম বিভ্রাট দেখিয়েছেন। তার পরিচিত কোন এক রাজেন্দ্র দিক্ষিত নামের ছাত্র পড়ত নিউইয়র্কে। তো তাকে তার সহপাঠী বিশেষ করে মেয়েরা ডেকে ডেকে জিঞ্জেস করে "What you said your name? Dik- then what?
সেই সময় Dik-shit বাবুর য়ে কতটা Bull-shit ফিল হত তা তো বলাই বাহুল্য। এখন বুঝলেন নাম কতটা জরুরী।
নামের একটা ইমপেক্ট মানুষের চরিত্রকে চিত্রায়িত করে। প্রমান চাইলে হাতে নাতে দিতে পারি। আমাদের আবুল। সাহেবদের মেসাহেবি করে যতই মন্ত্রি-সান্ত্রি হোক, A-Bull নামের প্রভাব থেকে তার মুক্তি নাই। এইগুলি হচ্ছে বদনাম। নাম বদনাম হলেও মানুষটা কিন্তু একেবারে সুনামি।
এই সুনামি সময় মত না থমলে দেশের যে কি হত? কপাল ভাল আমাদের সনামধন্য প্রধানমন্ত্রি সময় মত এই সুনামির নামের পুচ্ছে দেশেপ্রেমির পালক গুজে তাকে শান্ত করেছেন।
নাম নিয়ে একটা সেমি ডার্টি জোকস মনে পড়ল। সাকলেইন মোস্তাক প্লেনে করে মার্কিন মুল্লুক যাচ্ছে নিউ ইয়ার পালন করতে। প্লেনে ওর পাশের সিটে এক তরুন বসেছে। প্লেন ফ্লাই করার পর ছেলেটি ওকে জিঞ্জেস করল,
"হু আর ইউ?"
সাকলেইন জবাব দিল, " সাকলেইন। "
ছেলেটি অবাক হয়ে জিঞ্জেস করল "ইজ দ্যাট ট্রু?"
সাকলেইন বলল " ইয়েস ইট ইজ। হোয়াটস্ এবাউট ইউ?"
ছেলেটি এবার একটু লজ্জা পেয়ে বলল " লেইন ইজ এ্য লার্জ থিং,, আই ওনলি সাক মাই গার্লফ্রেন্ডজ্ পু.....।
(** হঠাৎ ইচ্ছে হল রম্য লিখব, সামুর চাইতে ভালো যায়গা আর কোথায় পাব। এটাকে সিরিজ করে অনেকাদিন লেখার ইচ্ছা আছে। ভালোলাগা আর মন্দলাগা গুলো জানালে লিখে আরো আনন্দ পাব।**)
সর্বশেষ এডিট : ২৯ শে আগস্ট, ২০১২ বিকাল ৫:২০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





