আমার নিয়মিত পোস্টের বাইরে একখানা পোস্ট দিলাম। কয়েকদিন ধরেই মাথার ভেতর বিষয় টা কুট কুট করছিল।
Secularism বলতে আমরা কি বুঝি?
http://en.wikipedia.org/wiki/Secularism এই লিংক্ এ কিছু তথ্য পাওয়া গেল। মোটা মুটি যা যানতাম, তারই একটা সাজানো এবং বর্ননা মূলক ফরমেট।
মুল বিষয় হল, " Secularism হচ্ছে রাষ্ট্র যন্ত্রের এমন এক ধারনা যেখানে রাষ্ট্র ধর্মীয় প্রতিষ্ঠান দ্বারা পরিচালিত হয়না এবং যেখানে রাষ্ট্রে অবস্থিত সকল ধর্মের লোকের অধিকার সমান ভাবে সংরক্ষিত হয়।"
Secularism নিয়ে যত কপচা কপচি আর লিটারাল বয়ান, সবই এই religious racism কে কেন্দ্র করে। পান থেকে চুন খসল কি হই হই, মৌলবাদ, এই সেই, Secularism হল জবাই। social racism নিয়ে কোন চিন্তা নেই। উপমহাদেশের হিজড়া থেকে শুরু করে, আমেরিকান নিগাররা, এদেশিয় ডোম থেকে শুরু করে ওশানিয় নেটিভ যারা, সকলই social racism এর শিকার। খোদ বাংলাদেশে আমরা যখন ধর্মীয় সম্প্রিতির ধোঁয়া তুলে তুলে ঘর অন্ধকার করে ফেলেছি,, তখন আমাদের মেথর সম্প্রদায়দের দুর্দিন নিয়ে আমরা কেউ ভুলেও আলোচনা করতে নারাজ। আমরা এমন একটা অস্বস্তিনিয়ে ওদের দিকে তাকাই এবং এমন ভাবে উপেক্ষা করি যেন এমন কোন সম্প্রদায় এখানে অবস্থান করেনা। social racism এর এমন উদাহরন দেয়া যাবে ভুরি ভুরি। এখন কথা হচ্ছে ধর্মানুভূতির অধিকার সংরক্ষনের জন্য Secularism আছে, কিন্তু social racism এর বলি এই মানুষ গুলার জন্য না আছে কোন ইজম, না আছে কোন থিওরি।
অবশেষ:
ব্লগে একটা মজার জিনিস দেখি,, অনেক কাঠ মোল্লারা Secularism না লিখে, লিখেন "ধর্মিয় Secularism", আর কোন ভাবে বিষয়টাকে নাস্তিকতার সাথে রিলেট করে ফেলেন। তাদের ঞ্জাতার্থে বলতে চাই- Secularism মানে নাস্তিকতা নয়। Secularism কেবলমাত্র একটি রাষ্ট্র যন্ত্রের কাঠামোগত ধারনা। আর Secularism এর আগে ধর্মীয় শব্দটা বসে না কারন ধর্মীয় ছাড়া আর কোনরুপ Secularism আছে বলে অন্তত আমার জানা নাই।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





