ক্ষুদ্র এই পৃথিবীতে শুধু আসা-যাওয়া
তার-ই মাঝে আছে কত শত চাওয়া-পাওয়া।।
একদিন সবে মরে যাবে কথা আছে জানা
তবু হাজারও স্বপ্নে জাল হয় বোনা।
সাত তলা মহল গড়ে পেতে সুখের ছোঁয়া
এই মহল যাবে না তো কবরেতে নেয়া।।
মরণেরও পরে আছে আরও এক জীবন
দুনিয়াতে এসে তাকে হইও না বিস্মরণ।
পরকালে পেতে হলে আল্লাহ পাকের দয়া
দ্বীনের কাজে মগ্ন হও ভুলে দুনিয়া।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





