জেনে-বুঝে সবাই পড়িও কুরআন
জীবন-সমস্যার তুমি পাবে সমাধান।।
সত্য-সুন্দর শাশ্বত যার অমূল্য বাণী
পড়ে যাহা জুড়ায় সবার তপ্ত প্রাণখানি
আল্লাহ পাকের সেই সে কিতাব (২)
সবার সেরা দান।।
পৃথিবীতে আছে যত অশান্তি-অকল্যাণ
সকল কিছু দূর হবে মানলে খোদার বিধান
দুনিয়াটা জান্নাত হবে (২)
শান্তি-সুখের বাগান।।
বাতিলরাজের শত বাধায় কভু নাহি থেমে
বন্ধু তুমি যাও এগিয়ে খোদার দ্বীন কায়েমে
বিজয় তোমার দিবে নিশ্চয় (২)
আল্লাহ মেহেরবান।।
সত্য কখনো বন্ধু চাপা থাকে না যে
মিথ্যার আগল ভেঙ্গে একদিন প্রকাশ হয় সমাজে
মিথ্যা সদায় থাকে তাই তো (২)
ভয়ে কম্পমান।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





