মানুষের ভেতর থাকে পাখি;
আকাশ;
আরেক মানুষ!
মানুষের ভেতর একটা ছোট্ট পাখি থাকে!
আমরা কজন জানি সেই হলদে পাখিটার খবর!
আমার ভেতর একটা ছোট্ট পাখি গান গায় সারাদিন;কেউ খবর জানে না তার!
কে জানে;হয়ত আমিও জানি না।
মানুষের ভেতর থাকে আকাশ।
মেঘেদের ওড়াউড়ি!
থাকে নীল রং আকাশের !
আমার ভেতরেও নিশ্চই আকাশ আছে একটা ।
আছে নীল রং আছে!
কিন্তু সে আকাশের সন্ধান জানি না আমি!
আমার কষ্ট পায় যখন বুকের ভেতর নীলের খোজ পাই না।
মেঘের ঘুড়ি ওড়ে না এদিক-সেদিক!
মানুষের ভিতর থাকে আরও একটা ছোট্ট অবুঝ মানুষ। খুব ছোট। ১৩ কি ১৪ বয়স।
আমার ভেতরও সে আছে হয়ত।
কিন্তু আমি বৃষ্টিতে ভিজি না কখনো।
লাটাই হাতে নিয়ে বেরই না গন্ত্যব্যহীন।
সবুজ দেখবো বলে বায়না ধরি না বাবার কাছে!
মানুষের ভেতর থাকে পাখি;
আকাশ;
আরেক মানুষ!
আমি তার খবর জানি না!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




