খুব বৃষ্টি হচ্ছে বাইরে
ইচ্ছে করছে নেমে যাই বৃষ্টিতে। ভেজাই শরীর।
ইচ্ছে করছে হয়ে যাই দোয়েল পাখি।
আমের ডালে বসে একটানা শুনি বৃষ্টির গান।
ধানের খেতে যে সবুজ জমেছে
ইচ্ছে করছে ওর পাশে গিয়ে বসি কিছুক্ষন!
গায়ে শেখে নিই সবুজাভ মায়া। চোখে ঘষি শিশির ভেজা কচি শিশ-ধানের!
ইচ্ছে করছে;প্রানখুলে গান ধরি!
ইচ্ছে করছে আল পথে হেঁটে যাই অনেক দূর।
যেখানে সবুজের শেষ। যেখানে আরও সবুজ!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




