1.
মানিয়েছি পোষ কত কচি কচি বৃষ্টির ছানা
তাদের শরীরে সব রৌদ্রের খসখসে দানা
সন্ধ্যের আগে আগে সব ক'টা দল বেঁধে এসে
আমাকে শোনায় গান তোমার ঐ ঠোঁট ভালোবেসে।
2.
তোমাদের দোতালার জানালায় কেন ঐ বুড়ো
কৃষ্ণচূড়ার গাছ ঢুকিয়েছে বেয়াদব মুড়ো?
রোজ ভোরে দ্যাখে চেয়ে তোমার ঐ ঘুমঘুম গাল
কপিক্যাট ব্যাটা, তাই ওর ফুল এরকম লাল।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



