সপ্তাহের সেরা ব্লগার বলে একটি বাক্যাংশের কথা প্রথম কোয়ার্টাইলের অনেক ব্লগারেরই স্মরণে থাকার কথা। সেটির উদ্দেশ্য অনেকটা দায়সারা গোছের ছিলো বলে উদ্যোগটা মার খেয়ে যায়।
কিন্তু ধারণাটা আমাদের ভেতরে নিশ্চয়ই ক্রিয়া করে। সেরা ব্লগার হিসেবে একজনকে "মনোনীত" বা "নির্বাচিত" করা নিরর্থক, কিন্তু কেউ না কেউ একজন নিশ্চয়ই আছেন, যার ব্লগ বা কমেন্ট আপনি নিয়মিত মনোযোগ দিয়ে পড়েন, সে নতুন কিছু পোস্টালে আগ্রহ নিয়ে পড়েন, কিছুদিন না লিখলে তা নিয়ে অনুযোগ করেন। এমন প্রিয়পঠন ব্লগারের নাম জানান আমাদের, আপনাদের আয়নায় সবার মুখ ভেসে উঠুক, আমরা সবাই দেখি সেই বিম্ব কার কেমন। বলুন এই বছরে আপনার চোখে সেরার নাম। একটি নাম।
ধন্যবাদ।
(এ নিয়ে নিশ্চয়ই অনেক মস্তিষ্কমন্থন চলবে, এই পোস্টের কমেন্টের দুয়ার খোলা রইলো।)
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




