১। ১/১১ 'র সরকার রাজনীতিবিদ ও ব্যাবসায়িদের ঠুনকো অজুহাতে গ্রেফতার করে দিনের পর দিন হাজতবাস করি্য়েছেন। এক মামলায় জামিন হলে আরেক মামলা ঠুকে দিতেন। বর্তমান সরকার তারও কয়েক কদম আগে, যেখানে আদালত গ্রেফতার ও হয়রানি না করার নির্দেশ দেয় সেখানে আরো অত্যুৎসাহে গ্রেফতার করে আদালতকে বৃদ্ধাংগুষ্টি প্রদর্শন করে আদালত অবমাননা করে।মানবাধিকার ও সু(!)শীল সমাজগোষ্ঠি নিশ্চুপ।
২। ১/১১ 'র সরকার মিডিয়াকে কঠোরভাবে নিয়ন্ত্রন করতেন। আর বর্তমান সরকার মিডিয়াকে নিয়ন্ত্রন করতে করতে যখন অপারগ হয়ে যায় তখন সেটা ঠুনকো অজুহাতে যেনতেন উপায়ে বন্ধ করে তৃপ্তির ঢেকুর তুলতে দ্বিধাবোধ করেনা। এইক্ষেত্রেও বর্তমান সরকার বিগত তত্ত্বাবধায়ক সরকারের চেয়ে কয়েক কদম এগিয়ে।
৩। ১/১১ 'র সরকার ভাতের বদলে আলু খাওয়ার অভ্যাস গড়ে তুলে জাতিকে মহা দুর্মূল্যবান পরামর্শ দিয়ে মহাভাগ্যবান মনে করেছিলেন। আর বর্তমান সরকার ভাতের বদলে আটা খেয়ে কাটার আঘাত সহ্য করে পা চাটা কুকুরের মত চুপচাপ শুয়ে থাকতে বলছেন।
৪। ১/১১ 'র সরকার সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাড় করিয়ে বিতর্কিত করেছিলেন। আর বর্তমান সরকার পুলিশকে জনগণের বিরুদ্ধে দাড় করিয়ে প্রশাসনকে অযোগ্য কুলাংগার ছাত্রলীগ-যুবলীগের মাধ্যমে পরিচালনা করার চেষ্টা করছে (অনেকটা ৭২-৭৫ এর রক্ষিবাহিনীর মত)।
৫। বিগত ১/১১ 'র অবৈধ সরকার ভাংগাচুড়াতে যথেষ্ট দক্ষতা দেখাতে গিয়ে রেংস ভবন ভেংগে মিসমার করেছেন। আর বর্তমান সরকার সেই পদাংক অনুসরন করে যমুনা ফিউচার পার্ক ভেংগে মিসমার করার ফাক-ফোকর খুজছে।
৬। ১/১১ 'র সরকার অবৈধ ভিওআইপির অভিযোগে বিদেশি কোম্পানিগুলোকে শুধু জরিমানা করে ছেড়ে দিয়েছিলেন। আর বর্তমান সরকার কয়েক ধাপ এগিয়ে দেশি কোম্পানিগুলোকে এক্কেবারে বন্ধই করে দিলেন।
সর্বশেষ এডিট : ১৪ ই জুলাই, ২০১০ রাত ৯:৩৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




