বেশ কিছুদিন যাবত আস্তিক-নাস্তিক বিতর্কের বিষয় ''সৃষ্টি ও সৃষ্টিকর্তা'' সম্পর্কিত হওয়ায়, যে সব বিষয় উঠে আসছে তাতে একজন নাস্তিক হিসেবে আমার মতামত পেশকরার জন্যই এ পোষ্ট। আমি আশা করি এ পোষ্টে তারাই ঢুকবেন যারা শুধুমাত্র যুক্তিযুক্ত এবং মার্জিত ভাষায় বিতর্ক চর্চা করতে ভালবাসেন।
''সৃষ্টি ও সৃষ্টিকর্তা'' বিষয়ে যে সব আস্তিক-পোষ্ট আমি এই ব্লগে পড়েছি তাতে আস্তিক ব্লগারদের যুক্তিগুলো মাত্র কয়েকটি বিষয়ের উপর রয়েছে। সৃষ্টিকর্তা সম্পর্কে আস্তিকদের দাবীর পেছনে তিনটি যুক্তি থাকে। যে সব যুক্তি দিয়ে তারা ঈশ্বর বা সৃষ্টিকর্তাকে একটি পরম সত্ত্বা হিসেবে কল্পনা করে থাকে। এই তিন যুক্তি হলো,
এক. সব কিছুর পিছনে একজন সৃষ্টিকর্তা রয়েছে।
দুই. এক পরম সত্তা বা সৃষ্টিকর্তা তিনি যিনিই সব সৃষ্টি করেছেন কিন্তু তাকে কেউ সৃষ্টি করেনি।
তিন. সৃষ্টিকর্তা একের অধিক হতে পারে না।
আস্তিকদের ঈশ্বর সম্পর্কিত আস্থার মূল তিন যুক্তির প্রসঙ্গে বলা যায়, দ্বিতীয় যুক্তিটাই বলে দিচ্ছে যে প্রথম যুক্তি ভুল। আর তৃতীয় যুক্তির তো প্রয়োজনই নেই যে খানে প্রথম দুটি যুক্তি ব্যর্থ।
কিন্তু নাস্তিকতা দিয়ে যদি যাচাই করি তবে সৃষ্টিকর্তার একাধিক রূপেরও কোন সমস্যা সৃষ্টি হবে না যদি সেই সৃষ্টিকর্তা গুনহীন হয়। অর্থাৎ এমন সৃষ্টিকর্তা যার কোন ইচ্ছা শক্তিই নেই, যে একটা কুটোও নড়াতে সক্ষম নয়। বরং সমস্ত সৃষ্টিই তার সত্তার অংশ। যে মানুষ তাকে এই প্রকৃতি থেকে আলাদা হিসেবে কল্পনা করে, সেই মানুষও ঐ সৃষ্টিকর্তার অংশ মাত্র। এভাবে যদি ধরি। এক্ষেত্রে আস্তিকদের ঈশ্বর বা সৃষ্টিকর্তা নিহত হন।
অর্থাৎ যাকে পরম সত্তা বলে কল্পনা করা হয় তা আসলে কোন পৃথক সত্তা নয়। সে যদি জড় বস্তু হিসেবে ধরে মহাবিশ্বের সৃষ্টির পেছনে যদি কোন পরম সত্তাকে অস্বীকার করি তাহলেই সৃষ্টি রহস্যের একটা সুস্থ্য পথ আবিষ্কার করতে পারি এবং তা যুক্তির বিপক্ষে যায় না।
এখানে বলা প্রয়োজন যে, আমরা নাস্তিকরা বলি যে ধার্মিকরা যে সৃষ্টিকর্তার খোঁজ করে সেই সৃষ্টিকর্তার অনুপস্থিতিতেও কারো কোন ক্ষতি বৃদ্ধি হবে না। নাস্তিক বলে যে, ''আমরা যদি মেনেও নেই যে এই বিশ্ব প্রকৃতির এক শক্তি রয়েছে যার সৃষ্টি করার ক্ষমতা রয়েছে, এবং তাকেই সৃষ্টিকর্তা বলা হয় তবু সে সৃষ্টি কোন একক অস্তিত্ব প্রমাণ করে না অথবা এটাও প্রমাণ করে না যে খুব নগন্য হিসেবে হলেও ব্যক্তি আমিও সেই শক্তির অংশ নই।'' তারা আরও বলে, ''যদি বিশ্বাসই সব কিছুর সার বস্তু হয় তবে যদি মনে করি আমি নিজেই সৃষ্টিকর্তার অংশবিশেষ তাহলেই বা কি ক্ষতি বৃদ্ধি হবে?''
সুতরাং নাস্তিকের কথা অনুসারে, ''মহাবিশ্ব সর্বদা সম্প্রসারণশীল এই সত্যের সাথে আমিও জড়িত; আমাকে কোন একক শক্তি সৃষ্টি করে নি। আমাকে যে প্রকৃতি সৃস্টি করেছে তা অতীতে বর্তমান ছিল এবং সর্বদাই তা বর্তমান থাকবে। আমি নিজেও তার অংশ মাত্র।''
এবার আসুন আবার আমরা সৃষ্টিকর্তার সৃষ্টি থেকে শুরু করি।
===================================
[বি.দ্র: এখানে ''নাস্তিকের বলা কথা''-এ অংশটুকু শুধু যুক্তি উপস্থাপনের জন্য, সকল নাস্তিক এমন মতপোষণ করেন এটা ভাবা নিতান্তই বাতুলতা হবে। ]
সর্বশেষ এডিট : ১১ ই অক্টোবর, ২০১১ সকাল ৭:৫৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




