দিনাজপুরের আকাশে আজ বুধবার সকালে সূর্যকে ঘিরে সৃষ্টি হয় বিশাল আকৃতির লাল আভার বলয় তৈরি হয়েছিল। অসাধারণ সুন্দর এই বলয় স্থানীয় লোকজনের মাঝে কৌতুহল সৃষ্টি করে। উৎসুক মানুষ ঘর থেকে বেরিয়ে এসে আকাশে বিরল এই মনোমুগ্ধকর দৃশ্য অবাক চোখে তাকিয়ে দেখতে থাকে।
বাংলাদেশের মানুষ চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণের সঙ্গে পরিচিত হলেও সূর্য বলয়ের দুর্লভ এই দৃশ্য এর আগে দেখেনি। সকাল ১০ টার দিকে প্রথম দিনাজপুরের মানুষের নজরে আসে চোখ জুড়ানো এ দৃশ্য।
শহরের ঘর-বাড়ী থেকে নারী-পুরুষ ও শিশুরা বেড়িয়ে এসে দীর্ঘক্ষণ দুর্লভ এই দৃশ্য কৌতুহলের সাথে এবং মুগ্ধ চোখে অবলোকন করে। এ নিয়ে শুরু হয় নানা জল্পনা-কল্পনা।
দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এই দৃশ্য স্পষ্ট দেখা গেছে। এরপর ধীরে ধীরে তা মিলিয়ে যায়।
নাসার ওয়েবসাইট পর্যবেক্ষন করে জানা যায়, সূর্য এবং চন্দ্র যখন ০.৫ ডিগ্রিতে অবস্থান নেয়, তখন সূর্যকে ঘিরে এই বলয় সৃষ্টি হয়। সূর্যের চেয়ে এই বলয় ৪৪ গুণ বড়। নাসার ভাষায় এটি হচ্ছে- '২২এ ডিগ্রি হলো' (22Ao Halo)।
তবে আমার কথা হচ্ছে এমন একটি পরিস্থিতির ব্যাপারে বাংলাদেশের বিজ্ঞানীরা আগে থেকে একটা প্রস্তুতি নিলে এবং ব্যাপক প্রচারণা হলে বিদেশ থেকেও অনেক বিজ্ঞানী এবং দর্শনার্থী বাংলাদেশে আসত।
এতে আমাদের যেমন লাভ হত তেমনি লাভ হত বিজ্ঞানের।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




