প্রতিদিন সামুতে এসে ঘুরে বেড়াই ...দুরদান্ত সব ব্লগ পড়ি কিন্তু কমেন্ট করতে পাড়ি না ...খুব অসহায় লাগে নিজেকে ... মনে হয় আমি না জানি কত বড় আসামি !!! ভাই আর কিছু দিন হলেত প্রায় এক মাস হবে, তবুও কেন এখনও পর্যবেক্ষনে রাখা হইছে ? এইটা কি সরকারি অফিস নাকিরে ভাই ??
আমার কনো ত্রুটি থাকলে বলেন নিজেরে শুধরাই ... *মেলা দিন আগের লেখা একটা কবিতা পোস্ট করলাম.. যদিও কবিতার নামকরণ আজ অবধি করতে পারিনাই..
শ্রাবনের প্রথম দিনে অগ্রহায়ণের কবিতা
অগ্রহায়ণের কোন এক পরন্ত বেলায়
যখন রদ্রচ্ছটা উজ্জল জাফরানী আভায়
তীর্যকভাবে এসে পরেছিল
ঠিক আমার পায়ের কাছে-
রূপকথার চরকা বুড়ির চরকার
ছন্দহীন নিস্তব্ধতা ভেঙ্গে
চৈতালি হাওয়ায় ব্যাকুল এক ভিন দেশি পাখি
উড়ে উড়ে ফিরছিল দলছুট, দলের সন্ধানে-
আর বৃক্ষরা সারিবেধে গেয়েছিল বিদায়ের গান।
তখন, আমার প্রিয় পাহাড়টা
মাটিকে দৃঢ় ভাবে আঁকরড়ে ছুঁয়েছিল অদ্ভুৎ মেঘটাকে।
আমার প্রিয় পাহাড়, প্রিয় লাল ফড়িং, প্রিয় মেঘ,
লাল ফড়িংটার পাখায় আঁকা নক্সীকাথার মাঠ,
প্রদিপের আলো ছায়া,
আর খুব, খুবই প্রিয় বৃক্ষরা-
সবুজ, চাই আরও সবুজ,
ভাঁজে ভাঁজে পরোতে পরোতে সবুজ...
সর্বশেষ এডিট : ১৯ শে জুন, ২০১০ দুপুর ১:০৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




