এই লেখাটা একটু আবোল-তাবোল টাইপের হইছে ! কোন character কে define করা যাচ্ছে না !
-----------------------------------------------------
সবকিছু কত দ্রুতই না বদলে যাচ্ছে। একদম jet plane এর গতি 2000kmph. গতকাল আমি যে মানুষ সেই আমি আজকে totally পুরাণ। নিজের গন্ডিতেই বন্দি। কিন্তু কথা হলো এই সময় আমার কিই বা করার? সময় বড়ই আপেক্ষিক ব্যাপার। এক জনের সময় খারাপ হলে অন্য জনের লাভ, কেউ খুশি হলে অন্য জন বলে -যা ভাগ! কোথাও দিন হলে অন্য জায়গায় রাত। বড়ই জটিল ও কুটিল অবস্থা এবং ব্যবস্থা। কোথায় আছি- কোন সময়ে আছি, আমার কাছে সময়ের দাবি কি?
---------------------------------------------------------
আ..ব্বে হালায়! অফ যা, এই পেচাইন্না প্যেচাল বাদ্ দে। এইডিরে বস্তায় ভইরা কোলবালিশ বানায়া থো। মিয়া এহন হইলো গিয়া রিমিক্স-কা জামানা তুমি লইলে লইবা, না লইলে কইলাম আরেক জনে লইয়া চলাইভি দিবো বুঝবারভি পারবানা। আর এই যে স্সাধু স্সাধু কথা কও, ঝুলায় ঝুলায় চলো, বাপ্পের হটেলে থাইক্কা নিজের পায়ে খাড়ইতে খাড়ইতে কইলাম পরে বহুত জিনিস্ আর খারাইবো না। যাই-হোক থুক্কু , কি জানি কইতে ছিলাম? ও মনে পোরছে! ওহন জামানা কইলাম বড়ই খারাপ, বহুত সাবধান! ওহন পোলারা খারা খারা চুলের কাটিং মারে, বড় কলারের সার্ট আর ভেলবটম পিন্দে। আর মুখের যে কথা- সরমে পুরাই কদ্দু হইয়া যাই। আর মাইয়ারা কিযে পিন্দে আর কি যে না-পিন্দে, তওবা! তওবা! মাফিভি চাই, দোয়াও ভি চাই। তয় এ জামানার একটা জিনিস বড়ই সরস্ আছে। মাম্মু! কওতো কিসের কথা কইতাছি? এক্কেরে ঠিক কইছো ~ “মুবাইল ফুন” পুরাই রিমট-কন্ট্রল। জাদু-মন্তর, ভাল্কি বাজি। হালায় সাইনটিস্ট’গ মাথায় ভি হেভ্ভি বুদ্ধি! কি একখান জিনিস বানায়ছে দেহ- দারুন! ভাগিনা, এহন কওতো কোন “ছিম” টা লমু? “দেস দেস দেস” না কি “পালাইবা কোথায়” ? জি.পি. ভি খারাপ না, নাতুন কি একখান জানি অফার আছে। তয় মাগার, - ভাগিনা, মবিল-ছেট এ কইলাম ক্যামেরা থাকন চাইইচাই, FM রেডিও with MP3, পুরাই ঝাকানাকা- বুঝলা কিছু !
---------------------------------------------------------
দূর মিঞা -ভ্যাজাল! তুমি আছ তোমার Mobile Phone নিয়া। ওইটা হইলো গিয়া একটা জ্যান্ত বিরক্তি! - Total Pain! শান্তি নাই, স্বস্তি নাই, খালি ভোগ আর ভোগ! সবার আত্তা কেমন বন্দি হয়ে গেছে অন্ধকার খাঁচায়। চারপাশে কিছু দেখা যায়না, খালি শব্দ শুনা যায়। “যান্ত্রিক জঙ্গলে সব মর্ডাণ ভূতের বাস ”- বুঝলাম তুমি খুব সৌখিন মানুষ। খুব ভাল! Camera phone সাথে রাখবা, মজার-মজার সুন্দর ছবি তুলবা, কনো অসুবিধা নাই। কিন্তু বন্ধু একটু খেয়াল করো - যখন তখন অনুমতি ছাড়া যার তার ছবি তুলো না -এটা অসভ্যতা! এতে অনিক জটিলতা সৃষ্টি হতে পারে। আর কানে head-phone গুঁজে কখনো রাস্তা পার হতে যেওনা- দেখবা “সমগ্র বাংলাদেশ পাঁচ টন ” ঠিক তোমার উপরে বসে আছে। হা হা হা...
---------------------------------------------------------
ভাগিনা, তুমি কি আমারে ইনছাল্ট করলা নাকি? আমারে আবার যিমুন তিমুন পোলাপাইন ভাইব্বনা। তয়লে কিন্তু কইলাম আমি মাইন্ড খামু। মিঞা, মাঝে মইধ্যে একটু আকটু ভুল কইরা মিছটেক কইরা ফেলি ঠিকই, তয় man is mortal-মানুষ মাত্রই ভুল হয়। এটি কইলাম আমার কথা না, রবীন্দ্রনাথ না জানি কে কইছিল। কি কও- তাই না?
তয় ভাগিনা, তুমি ঠিকি কইছো! কিছু পাবলিগ আছে মুবাইলে হোমা...নে চাপা পিটায়। সরমে মইরা যাই, সেদিনকা দেহি এক দাড়িআলা হুজুরে গুলিস্থানের GPO মোড়ে খারাইয়া কইতাছে, “ভাই আজকে তো আর হচ্ছেনা, আমি তো এখন চট্রগ্রামের পথে- এই মাত্র কাঁচপুর ব্রীজ পার হোলাম। আর দশটা মিনিট আগে ফোন করলেই আপনার কাজটা হয়ে যেত। তবে কনো সমস্যা নাই, চিন্তা কইরেন না। আমি দু’দিন পর এসে প্রথমেই আপনার কাজটা ধরবো”এই কথাডি কইয়াই চাচায় সিধা উত্তরার এক বাসে চইরা বইলো। আর আমি “ই” ছাড়া ভোদাই পুরাই তাজ্জব হয়া গেলাম। আবে হালায়, মাথায় টুপি পিন্দা- পুরা সুন্নতি লিবাসে- চাচায় কেমনে ফুনের ঐ পাশের লোকটিরে ফাপোরডি দিলো!! মিথ্যা কওন যে একটা বড় রকমের গুনাহ্ র কাজ এইডা মনে হইতাছে কুরান-শরিফ থেইক্কা মুইচ্ছা গেছে। মিথ্যা কওন এহন একটা আর্ট হয়া গেছে। হা হা হা হা ...
---------------------------------------------------------
Hey, dude! Chill out! Cool babe, cool! Its nothing-
Hesitation-! Palpitation-! Desperation-! Distraction-! Need confidence-? Smartness-? গরম রক্ত চাও? গরম রক্ত! every thing go’na be all right--
লাল গুটি চালিয়ে দাও- দেখবে সব একদম টাটকা ইলিশ মাছ.............
---------------------------------------------------------
ভাতিজা ! এই ছ্যাঁচকা পোলাডা কেডা? এইডা ও এ কি কৈলো? ওকি “নেশা” করার কথা কয়? এই চিম্না মার্কা, ছ্যাচ্চর পোলাডারে কইলাম- ছিল্লা কাইট্টা এমুন ডলা দিমু- নানী নানী কইতে কইতে পিছন দিয়া বায়ু ছাইড়া এমুন লৌড় দিবো... “থুক্কু” আর কিছু কইলাম না। তয় ও ঝিমাইবার লাগছে কিল্লাইগ্গা? এই বান্দর দাহি পুরিই “টুন”। ওই! RAB ভাইগো ডাকদে। এইটারে DB-এর গাড়িতে উঠা! “সিডর” ঝড়ে দেসে যে ক্ষতি হইছে তারচেয়ে হাজার গুনে ক্ষতি নেশা কইরা হয়। দেসের ভবিষ্যৎ ধ্বংস হইয়া যায়। আমার মতো অশিক্ষিৎ-ভি এ কথা বুঝে। যারা নেশা করতে কয় তারা কখনই বন্ধু না।
---------------------------------------------------------
দুরু মিঞা কি এর মধ্যে কি? পান্তা ভাতে ঘি!
আচ্ছা, এই যে সিডর আইসা দক্ষিনাঞ্চল পুরাই লন্ড-ভন্ড কইরা গেলো- কৃষক ভায়েরা সরের অভাবে সময় মত জমি আবাদ করতে পারলো না। তারপরও তো চারুকলায় নবান্ন উৎসব হইলো-!? দেশে পর্যাপ্ত বিদুৎ উৎপাদন সম্ভব না। তাই গরিব কৃষক সেচের পানির যোগান দিতে- সময় মতো বৈদ্যুতিক মটর চালাইতে পারে না। কিন্তু আমিতো ঠিকিই অহেতুক আমার ঘরে AC, PC তে চইড়া বেরাই-!? “১৬ই ডিসেম্বর” সারা দেশ জুইড়া কত সাজ, কত শত রব- তাহইলে এখনো কেমনে সারা দেশে জাতীয় পতাকার অবমানোনা চলতাছে-!? এখনো কেন প্রায় প্রতিটি ছাদেই উদাসিনতার নর্লজ্জ প্রদর্শনি-?! আমি খালি বেকুব হইয়া যাই !!! হেই দিন শুনি- ফ্রান্স দেসে কয় আমগো দেসের ঐতিহ্য প্রদর্শিত হইবো- তাই জাদু ঘর থেইক্কা সব ঐতিহাসিক নিদর্শন নিয়া গেলো এয়ারপোর্ট, ঐখান থেইক্কা নাকি দুইখান মুর্তি হাপিস হয়া গেছেগা-!? আবে হালায়, আমিতো খালি বেকুব হইয়া যাই !!! বাংলা মায়ের পলাপাইন, আমিতো খালি বেকুব হইয়া যাই !!! আচ্ছা তুমি কি জানো, এমন একটা জিনিস যা কইলেই কইলাম আর থাকে না-? পারলা না?
উত্তর হইতাছে : নিরবতা।
*তুমি যেই কইবা “নি” -নিরবতা কিন্তু কইলাম আর নাই, -হাপিস !! হা হা হা হা...
Hey, dude! Chill out! Cool babe, cool! Its nothing-
Hesitation-! Palpitation-! Desperation-! Distraction-! Need confidence-? Smartness-? গরম রক্ত চাও? গরম রক্ত! every thing go’na be all right--
লাল গুটি চালিয়ে দাও- দেখবে সব একদম টাটকা ইলিশ মাছ.............
---------------------------------------------------------
ভাতিজা ! এই ছ্যাঁচকা পোলাডা কেডা? এইডা ও এ কি কৈলো? ওকি “নেশা” করার কথা কয়? এই চিম্না মার্কা, ছ্যাচ্চর পোলাডারে কইলাম- ছিল্লা কাইট্টা এমুন ডলা দিমু- নানী নানী কইতে কইতে পিছন দিয়া বায়ু ছাইড়া এমুন লৌড় দিবো... “থুক্কু” আর কিছু কইলাম না। তয় ও ঝিমাইবার লাগছে কিল্লাইগ্গা? এই বান্দর দাহি পুরিই “টুন”। ওই! RAB ভাইগো ডাকদে। এইটারে DB-এর গাড়িতে উঠা! “সিডর” ঝড়ে দেসে যে ক্ষতি হইছে তারচেয়ে হাজার গুনে ক্ষতি নেশা কইরা হয়। দেসের ভবিষ্যৎ ধ্বংস হইয়া যায়। আমার মতো অশিক্ষিৎ-ভি এ কথা বুঝে। যারা নেশা করতে কয় তারা কখনই বন্ধু না।
---------------------------------------------------------
দুরু মিঞা কি এর মধ্যে কি? পান্তা ভাতে ঘি!
আচ্ছা, এই যে সিডর আইসা দক্ষিনাঞ্চল পুরাই লন্ড-ভন্ড কইরা গেলো- কৃষক ভায়েরা সরের অভাবে সময় মত জমি আবাদ করতে পারলো না। তারপরও তো চারুকলায় নবান্ন উৎসব হইলো-!? দেশে পর্যাপ্ত বিদুৎ উৎপাদন সম্ভব না। তাই গরিব কৃষক সেচের পানির যোগান দিতে- সময় মতো বৈদ্যুতিক মটর চালাইতে পারে না। কিন্তু আমিতো ঠিকিই অহেতুক আমার ঘরে AC, PC তে চইড়া বেরাই-!? “১৬ই ডিসেম্বর” সারা দেশ জুইড়া কত সাজ, কত শত রব- তাহইলে এখনো কেমনে সারা দেশে জাতীয় পতাকার অবমানোনা চলতাছে-!? এখনো কেন প্রায় প্রতিটি ছাদেই উদাসিনতার নর্লজ্জ প্রদর্শনি-?! আমি খালি বেকুব হইয়া যাই !!! হেই দিন শুনি- ফ্রান্স দেসে কয় আমগো দেসের ঐতিহ্য প্রদর্শিত হইবো- তাই জাদু ঘর থেইক্কা সব ঐতিহাসিক নিদর্শন নিয়া গেলো এয়ারপোর্ট, ঐখান থেইক্কা নাকি দুইখান মুর্তি হাপিস হয়া গেছেগা-!? আবে হালায়, আমিতো খালি বেকুব হইয়া যাই !!! বাংলা মায়ের পলাপাইন, আমিতো খালি বেকুব হইয়া যাই !!! আচ্ছা তুমি কি জানো, এমন একটা জিনিস যা কইলেই কইলাম আর থাকে না-? পারলা না?
উত্তর হইতাছে : নিরবতা।
*তুমি যেই কইবা “নি” -নিরবতা কিন্তু কইলাম আর নাই, -হাপিস !! হা হা হা হা...
সর্বশেষ এডিট : ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




