আমাদের মহান স্বাধীনতা সংগ্রামের প্রত্যক্ষ বিরোধিতাকারী দল জামায়াতে ইসলামী এবং তৎকালীন রাজাকার,আলবদর,শামস বাহিনীর নিষ্ঠুর কসাই সদস্য দের ইসলামী ছাত্র সংঘের পরিমার্জিত রুপ ছাত্রশিবির বর্তমানে বাংলার আপামর জনতার অন্যতম দাবী তে পরিণত হওয়া যুদ্ধাপরাধের বিচারের হাত থেকে বাঁচতে নতুন কৌশল নিয়েছে।
এতদিন ওদের কাছে জাতীয় সংগীত ছিলো কালী দেবীর উদ্দেশ্যে লেখা হিঁদু কবির গান,বঙ্গবন্ধু ছিলেন একজন অপশাসক।
আর আজ সেই গান টা গেয়েই ছাত্রশিবিরের প্রতিষ্ঠা বার্ষিকী শুরু হয়,জামায়াত নেতা রা গদ গদ করে শেখ মুজিবর রহমান কে বাংলার স্থপতি ও বঙ্গবন্ধু বলে মুখে ফেনা তোলে,
না।এরা বিকৃত মানসিকতার লোক।হঠাৎ করে দেশপ্রেমিক হয়ে উঠে নি।
জমায়াত নেতা রা স্বীকার করেছে,এসবই দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ।
আসুন,এদের ব্যপারে সতর্ক থাকি।
বাংলার মাটিতে যুদ্ধাপরাধের বিচার হবেই হবে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




