সামুতে তাকে লিখতে দেখি, ভালো লাগে তার লেখা। ভাবতাম কোনো রাজনৈতিক দলের সদস্য। কিন্তু ফেসবুকে গিয়ে তার সম্পর্কে জেনে মিলাতে কিছুতেই পারছিনে---ইনি আসলেই একজন সরকারী অফিসার মানে উপজেলা নির্বাহী অফিসার (টিএনও) কিনা? নতুবা টিএনও'র চেয়ারে বসে কিভাবে সম্ভব সরকারের বিরুদ্ধে লেখার আর এতো পাতা চালানো বা এতো লেখার সময় কি পাওয়া সম্ভবপর? নাকি উনি নামেই টিএনও থাকলেও আসল কাজ ডিউটি ফাকি দিয়ে সরকারের বারোটা বাজিয়ে মাসশেষে বেতনটা গুনে নেয়া!!
আমি তার সব কথার সাথে একমত না হলেও অধিকাংশ কথা পছন্দ করি। কিন্তু প্রশ্ন হলো--তিনি সরকারে থেকে সরকারের বিরুদ্ধে কিছুতেই এভাবে বলতে পারেন না। আর বলতে চাইলে চাকরী ছেড়ে দিয়ে এমনতি করাই যুক্তিযুক্ত।
তার ফেসবুক পাতা-- সরকারবিরোধী টিএনও
কিন্তু নাহ, তার পরিচয় পড়ে নিশ্চিত হলাম যে, তিনি সত্যই একজন সিনিয়র সহকারী সচিব তবে সরকারবিরোধী অফিসার আরকি? স্ক্রিনশট দেখুন কিছু পাতা--
তিনি বর্তমান সরকারসহ প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আপত্তিকর ভাষায় যাচ্ছেতাই লিখে যাচ্ছেন দেখে আমি বিস্মিত? সার্ভিস রুল তো এমনটি পারমিট করেনা আর তিনি খুলে বসেছেন বহু ফেসবুক পেজসহ নানান কিছু!! দেখুন -- ডিজিটাল বাংলাদেশ-শতাব্দীসেরা প্রতারনা
স্বাধীন বিচার ব্যবস্থা-স্বাধীন অবিচার ব্যবস্থা
প্রিয় দেশবাসী
খোলা বাংলাদেশ
সহজ পৃথিবী'র বাংলাব্লগ
সামুর লিঙ্ক--সহজ পৃথিবী
এমন সরকারী কর্মকর্তা হলে দেশ রসাতলে যেতে বাধ্য এবং দেশের উন্নয়ন হবে ত্বরান্বিত।
সরকারী চাকরী করে এমন ফ্রী স্টাইলে চাকরী ও সরকারবিরোধী লেখা শুধু আওয়ামীলীগ আমলেই বুঝি সম্ভব!! তবে স্বীকার করতেই হবে তার মেধা আছে বেশ।
দেখুন তার ভাষা---Razaie Rafin Sarker
আমরা সবাই ছাগল আমাদের এই ছাগল রাজত্যে নইলে মোদের ছাগলরাজের সাথে মিলবো কি শত্তে - আমরা সবাই ছাগল - Thrice, Anthem sing up for Open Civil Service of Bangladesh
এই লিঙ্কে--Open Civil Service of Bangladesh
আরো দেখুন--- ভাষা--Razaie Rafin Sarker
যারা গোপনীয়তা পচ্ছন্দ কর তারা "মুখে ও মাথায় জাঙ্গীয়া পরিধান" কর ... Open Civil Service of Bangladesh
সর্বশেষ এডিট : ২৩ শে অক্টোবর, ২০১২ সকাল ১১:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



