
সুকুমার রায়ের মত হাস্যরসিক বাঙলা সাহিত্যে আর নেই - সে কথা রসিকজন মাত্রেই স্বীকার করে নিয়েছে। কিন্তু এ-কথা অল্প লোকেই জানেন যে, তাঁর জুড়ি ফরাসী, ইংরেজী, জার্মান সাহিত্যেও নেই, রাশানে আছে বলে শুনিনি। এ-কথা আমাকে বিশেষ জোর দিয়ে বলতে হল, কারণ আমি বহু অনুসন্ধান করার পর এই সিদ্ধান্তে এসেছি। একমাত্র জার্মান সাহিত্যের ভিলহেল্ম বুশ সুকুমারের সমগোত্রীয় স্ব-শ্রেণী না হলেও ঠিক সুকুমারের মত তিনিও অল্প কয়েকটি আচঁড় কেটে খাসা ছবি উতরাতে পারতেন। তাই তিনিও সুকুমারের মত আপন লেখার ইলাস্ট্রেশন নিজেই করেছেন।
বুশ এবং সুকুমার রায়ের প্রধান তফাত এই যে, বুশ বেশীর ভাগই ঘটনাবহুল গল্প ছড়া'য় বলে গিয়েছেন এবং সে কর্ম অপেক্ষাকৃত সরল, কিন্তু সুকুমার রায়ের বহু ছড়া নিছক 'আবোল-তাবোল'; তাতে গল্প নেই, ঘটনা নেই, কিছুই নেই - আছে শুধু মজা আর হাসি। বিশুদ্ধ উচ্চাঙ্গের সঙ্গীত যে রকম শুধুমাত্র ধ্বনির উপর নির্ভর করে, তার সাথে কথা জুড়িয়ে গীত বানানো হয় না, ঠিক তেমনি সুকুমার রায়ের বহু বহু ছড়া স্রেফ হাস্যরস, তাতে অ্যাকশন নেই, গল্প নেই অর্থাৎ আর কোন দ্বিতীয় বস্তুর সেখানে স্থান নেই, প্রয়োজনও নেই। এ বড় কঠিন কর্ম। এ-কর্ম তিনিই করতে পারেন, যাঁর বিধিদত্ত ক্ষমতা আছে। এ-জিনিস অভ্যাসের নয়। ঘষে মেজে, মাথার ঘাম পায়ে ফেলে এ-বস্তু হয় না। কথাগুলো বিখ্যাত সাহিত্যিক সৈয়দ মুজতবা আলীর।
হাস্যরসিক কথাসাহিত্যিক সুকুমার রায়ের ১৩৪ তম জয়ন্তীতে গভীর শ্রদ্ধাঞ্জলি !!
সুকুমার রায়ের মত হাস্যরসিক বাঙলা সাহিত্যে আর নেই - সে কথা রসিকজন মাত্রেই স্বীকার করে নিয়েছে। কিন্তু এ-কথা অল্প লোকেই জানেন যে, তাঁর জুড়ি ফরাসী, ইংরেজী, জার্মান সাহিত্যেও নেই, রাশানে আছে বলে শুনিনি। এ-কথা আমাকে বিশেষ জোর দিয়ে বলতে হল, কারণ আমি বহু অনুসন্ধান করার পর এই সিদ্ধান্তে এসেছি। একমাত্র জার্মান সাহিত্যের ভিলহেল্ম বুশ সুকুমারের সমগোত্রীয় স্ব-শ্রেণী না হলেও ঠিক সুকুমারের মত তিনিও অল্প কয়েকটি আচঁড় কেটে খাসা ছবি উতরাতে পারতেন। তাই তিনিও সুকুমারের মত আপন লেখার ইলাস্ট্রেশন নিজেই করেছেন।
১৯২৩ খ্রিস্টাব্দে কালাজ্বরে (লেইশ্মানিয়াসিস) আক্রান্ত হয়ে মাত্র সাঁইত্রিশ বছর বয়সে সুকুমার রায় মৃত্যুবরণ করেন, সেই সময় এই রোগের কোনো চিকিৎসা ছিল না। হাসপাতালের বিছানায় শুয়ে শুয়েও জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে তিনি লেখেন জীবনের শেষ ছড়াটি:
"আদিম কালের চাদিম হিম
তোড়ায় বাধা ঘোড়ার ডিম
ঘনিয়ে এলো ঘুমের ঘোর
গানের পালা সাঙ্গ মোর!"
হাস্যরসিক কথাসাহিত্যিক সুকুমার রায়ের ১৩৪ তম জয়ন্তীতে গভীর শ্রদ্ধাঞ্জলি !!
সর্বশেষ এডিট : ২২ শে অক্টোবর, ২০২৪ রাত ৯:১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




