দুর্নীতি ও দারিদ্র্য.........
দুর্নীতি নিয়ে ইদানীং আলোচনা লেখালেখির অন্ত নেই। বিগত দেড় যুগ যাবৎ আমাদের দেশের দুর্নীতি নিয়ে পত্র-পত্রিকায়, ইলেকট্রনিক মিডিয়ায় লেখালেখি হয়েছে তার ফিরিস্তি বাড়িয়ে লাভ নেই।
আমাদের দেশের দুর্নীতির ক্ষেত্রগুলো প্রধানত সরকারি অফিস সংস্থায়। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতনক্রম আমাদের দেশে অনেকগুলো- বিশটি। সর্বনিম্ন বেতন আর সর্বোচ্চ বেতনের পার্থক্যও বিরাট রকমের-যেমনঃ একজন সচিবের মূল বেতন- লক্ষাধিক টাকা+বাড়ী ভাড়া+চিকিৎসা+উৎসব ভাতাঃ ইত্যাদি আর সর্বনিম্ন বেতন হচ্ছে মাত্র ৭০০ টাকা!
এত পার্থক্য বোধকরি কোন সভ্যদেশে নেই। এমনকি স্বল্প উন্নত দেশেও নেই। বিভিন্ন দেশে বেতনক্রম (পে-স্কেল) ৭ কিংবা ৮টি মাত্র। এক নম্বর স্কেল আর সর্বনিম্ন বেতন এর মধ্যে পার্থক্য কমিয়ে আনা সমীচীন মনে করি। কোন সচিব যদি সাকুল্যে ১,৫০০০০/- পান-(অন্যান্য সুযোগ আছে সেগুলো উল্লেখ করছি না) তাহলে একজন সর্বনিম্ন বেতনধারী এবং বেতন অন্তত ২০ হাজার টাকা হওয়া বাঞ্ছনীয়।
কেন এই দুর্নীতির মচ্ছব? একটাই কারণ লোভ-লালসা ও নীতিহীনতা। একজন লোকের একটি পরিবারে কত টাকা, কত অর্থ, কত বাড়ি, গাড়ি প্রয়োজন। যে খেতে পায় না সে চুরি করে ক্ষুধায়- কিন্তু আমাদের দেশের অবস্থা এমন কেন? যার আছে অনেক- সে আরো অনেক অনেক চায়। লালশা লোভের অন্ত নেই!
সর্বশেষ এডিট : ২২ শে অক্টোবর, ২০২৪ রাত ৯:১৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




