ভার্সুয়াল জগতটা খুবই অদ্ভুত!
তার চেয়েও অদ্ভুত আইডির পেছনের মানুষ গুলো.... প্রতিটা মুহূর্তের অনুভূতি শেয়ার করছি যাদের সাথে... হয়তো তাদের সাথে কোনদিন দেখাই হবে না, সরাসরি বসে আড্ডা কিংবা এককাপ চা বা কফিও
খাওয়া হবে না... তার পরেও তাদের সাথে মন থেকে সম্পর্ক....মাঝে মাঝে কত আপন কত কাছের মানুষ মনে হয়!
এখানে অনেক সু-লেখকও প্রাণপণ চেষ্টায় কল্কে পান না, আবার কেউ কেউ অন্যের লেখা চুরি করে বুক ফুলিয়ে তা নিজের টাইম লাইনে পোস্ট করেও লাইক আর কমেন্টের বন্যায় আপ্লুত হন। গদগদ চিত্তে ধন্য হয়ে তিনি আবার শেয়ারের অনুমতিও দিয়ে দেন। এবং বজ্রকঠিন স্বরে নির্দেশ দেন শেয়ারের নিচে তার নামটা লিখে দিতে!!
ফেসবুক কিম্বা ব্লগে আমি যদি খেটে খুটে, মেধা শ্রম ব্যয় করে একটা ভালো লেখা লিখি সেই লেখা মাত্র অল্প কয়েকজন পড়েন.... অন্যদিকে ফেসবুকে ৫/১০ শব্দের একটা চটুল লেখা পোস্ট করি সাথে সাথে কয়েক শত বন্ধু হাহা হিহি দিয়ে কমেন্টের ঝড়ে ভাসিয়ে দেয়!!!
ভালো থাকুক পারস্পরিক আত্মার সাথে আত্মার সম্পর্ক।।
সর্বশেষ এডিট : ২২ শে অক্টোবর, ২০২৪ রাত ৯:০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



