'হরিদাস পাল' হচ্ছে সমাজের 'নন্দলাল' কিসিমে’র মানুষ। এরা অতিরিক্ত কথা বলে, বড়ো বড়ো কথা বলে, নিজেকে সর্বজ্ঞানী মনে করে, সব বিষয়ে নাক গলায় কিন্তু কাজের নামে লবডঙ্কা। চট্টগ্রামের কবি জ্যোতির্ময় নন্দীর বহুল আলোচিত একটা কবিতা আছে হরিদাস পাল বিষয়ে। কবিতার নামঃ-
~~ অই যে চশমাধারী ~~
অই যে চশমাধারী, মারাত্মক সিরিয়াস
চেহারাসুরত, যেন সারা দীন-দুনিয়ার যাবতীয়
দায়ভার তারই বৃষ স্কন্ধে কেউ চাপিয়ে দিয়েছে;
যেন সে পটল তুললে দুনিয়া এতিম হয়ে যাবে।
কিন্তু অই চশমাধারী, মারাত্মক সিরিয়াস
চেহারাসুরত, জানে না যে ওর মতো কত শত
‘বালস্য বাল / হরিদাস পাল’ পৃথিবীর-প্রকৃতির
প্রগাঢ় প্রস্রাবের ফেনায় ভেসে গেছে……..।
(এই কবিতার চরিত্র হরহামেশাই আমাদের চোখের সামনে থাকলেও কেউ কখনো চক্ষু লজ্জায় কিম্বা ভয়ে 'হরিদাস পাল'/'নন্দলাল'দের সম্পর্কে টু শব্দ না করলেও মুখ টিপে ঠিকই হাসে। কিন্তু 'হরিদাস পাল' /'নন্দলাল'দের বেহায়া চক্ষু চর্ম ভেদ করে তাদের পাথুরে মন লজ্জিত করে না)!
সর্বশেষ এডিট : ২২ শে অক্টোবর, ২০২৪ রাত ৯:০৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




