এ ভূবণ ছেড়ে আমি কোথাও যাবো না.....
আছড়ে পড়া সমুদ্র তরঙ্গ, দূরবর্তী মায়ের কোলে ঘুমন্ত পৃথিবী- আমি অনন্তকাল এখানেই থেকে যেতে চাই। যদি কেউ জিজ্ঞাসা করে- এই রক্তাক্ত ভূমি, ভাইয়ে ভাইয়ে মারামারি, গ্রেফতার, রিমান্ড, বন্দুক যুদ্ধ, বুলেটের গর্জন, গুম, খুন ধর্ষণ; তবু বলবো আমি এখানেই থেকে যেতে চাই।
যদিও এই শরীর এখানে থাকবে না, বন্দুক, বারুদের গন্ধ, হ্যান্ডকাফ, অজ্ঞাত লাশ, পশু পাখি, কিট পতঙ্গ, গাছ ফুল থাকবে জানি। এবং বিশাল খোলা জানালার মধ্য দিয়ে দুষিত হাওয়া আমার হৃদয় এফোড় ওফোড় করবে। আমার দ্বৈত অনুপস্থিতি, বৃক্ষের ছায়ায় ভ্রমণের পথে ভালোবাসার অপেক্ষায় কেউ আছে কিনা খুঁজে বেড়াবে জ্যোৎস্নায় আমার চুম্বনের স্মৃতি।
যে শিশু জীর্ণ, ক্ষুধার্ত ঘুমিয়ে পড়েছে অন্নের অভাবে। যে মেঘ পূর্ণিমার চাঁদকে ঢেকে দিয়েছে। যে নিখুঁত নীরবতা কারখানার দরজা আঁটকে দাঁড়িয়ে আছে। যে রক্তাক্ত শ্রমিক তার প্রেমিকার মুখ শেষ বারের জন্য দেখতে চাইছেন; এঁদের সকলের জন্য অনন্তকাল এখানেই থেকে যেতে চাই অদৃশ্য আমি হয়ে। আর যেনো নেই কোনো ভাবনা....
(এতো সুখ শোক তাপ যন্ত্রণা পেরিয়ে জীবনের অমোঘ বিধানে হয়তো আমার যাবার সময় হয়েছে, তাই আমায় এখন এ ভূবণ ছেড়ে কোথাও যেতে ইচ্ছা করে না)
সর্বশেষ এডিট : ২২ শে অক্টোবর, ২০২৪ রাত ৯:০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




