কৌতূক যখন সত্য হয়...........
গ্রীন লাইফ হাসপাতালের চারতলায় একজন পেশেন্ট নিউরো মেডিসিন ডাক্তার প্রফেসর আনোয়ার উল্ল্যা সাহেবের চেম্বার থেকে বেরিয়ে রাগে ক্ষোভে গালাগাল করছে....
"বালের ডাক্তার হইচো, রোগটাই ধর্তে পার্বানা- তয় টাহা ন্যাও ক্যা? হারাম খা হালার পুতেরা-তোর মা বাপ, মাইয়া পোলা চোদ্দগুষ্ঠির রক্ত খা....."।
আমি জিজ্ঞেস করি, 'মুরব্বি, কি হইছে? এতো রেগে গেলেন কেন?'
উত্তরঃ- "এলেকার ডাক্তার দেহাইছি- কয় ঢাকা যাইয়া বড়ো ডাক্তার দেখাও। ঢাকা আইয়া তিন ডাক্তার দেহাইছি- কেউ রোগ ধর্তে পারেনা। ব্যাবাক্কেই খালি টেস দেয়। টেস করাইতে লাগবে আস্টোয়াজার! এই টাহা মুই পামু কই? ব্যাডা তুই কেমুন ডাক্তার অইচো- রোগ ধর্তে পার্বিনা তয় মোড্ডেগুইন্দা ভিজিডের টাহা নিলিক্যা? তুই রোগ ধর্তে পারোনায়- হেইরল্লাগ্যা টেস দেছো- হেয়ার টাহা মুই দিমু ক্যা!"
"মোর কি টাহার গাছ আছে নাহি যে ইচ্ছামতো গাছ থেইক্কা টাহা পাইর্যা বিলামু........."!
উল্লেখ্য, ডাক্তারের চেম্বারের বাইরে উপস্থিত প্রায় শদেড়েক মানুষ যাদের বেশীরভাগই উত্তেজিত ব্যাক্তির বক্তব্যের সাথে একমত পোষণ করেছেন।
সর্বশেষ এডিট : ২০ শে অক্টোবর, ২০২৪ সকাল ১১:৫০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



