জীবন....
জীবনের প্রতিটি মুহূর্তে, প্রতিটি পরতে পরতে নানা রঙের সম্ভারের আয়োজন। কখনও জীবনের রূপ রস গন্ধকে - উপভোগ, উপলব্ধি করা, আবার মেঘ রোদ্দুরের মত জীবনের ঘটনার সুখ দুঃখের লুকোচুরি খেলা। ....জীবন বড়ই বিচিত্র! আন্ত মহাদেশীয় একটা লম্বা ট্রেন জার্নি। একএকটা স্টেশন হল একএকটা অভিজ্ঞতা, এক একটা জীবনের পর্ব....
নির্বোধ অবুঝ মন সাময়িক পাওয়াকেই জীবনের সবটুকু পাওয়া বলে আঁকড়ে ধরতে চায়। কিন্তু সময়ের মায়াজালের প্রকোপে সেই মাহেন্দ্রক্ষণ আনন্দঘন মুহূর্ত এক নিমেষে হাতের বাইরে চলে যায়, নিঃস্ব রিক্ত শূণ্য করে রেখে যায়। চাওয়া পাওয়ার এই হিসেবের নিরিখে কতটা পাওয়া হল তার হিসেব মেলেনা কিন্তু অবুঝ মন কতটা চেয়েছিল তা বারবার মনে করিয়ে দেয়।
সর্বশেষ এডিট : ২০ শে অক্টোবর, ২০২৪ সকাল ১১:৪৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



