Water Into Wine.....
আজ একটা গল্প বলবো।
এই গল্পটা বেশ কিছু বছর আগে চট্টগ্রাম থেকে ঢাকা ফেরার পথে ট্রেনে সহযাত্রী ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডঃ কামাল উদ্দীন নীলু, তাঁর মুখে শুনেছিলাম, যা আমার মনে ভীষণ দাগ কেটেছিল।
আমরা দুজন একই কম্পার্টমেন্টে যাচ্ছি। আমি চুপচাপ স্বভাবের তবুও সামনা-সামনি বসা বিশিষ্ট নাট্যকার এবং শিক্ষকের সাথে আলাপ পরিচয় না হলে কেমন লাগে- তাই নিজেই যেচে আলাপ করি। ভদ্রলোকও আলাপী মানুষ, আমার সাথে বেশ জমে গেল। ভদ্রলোক নিপাট ভদ্র। দেশ, রাজনীতি, ক্রিকেট, শিক্ষা সংস্কৃতি ইত্যাদির পর হঠাৎ ধর্ম প্রসঙ্গ এলো। তখন তিনিই বললেন গল্পটা।
ইংরেজ কবি গোল্ডস্মিথ তখন স্কুলের ছাত্র, সেই সময় ওনাদের সিলেবাসে বাইবেলের কিছুটা অংশ পড়তে হত। একদিন ক্লাসে শিক্ষক পড়াচ্ছেন,--প্রভু যীশু এসেছেন মার্থার কাছে, সায়মাশের নিমন্ত্রণে সাড়া দিয়ে। সাথে অন্যান্য সাথীরাও এসেছেন। মার্থার মন আজ আনন্দে ভরে গেছে, প্রভু এসেছেন দীনের কুটীরে।খাদ্য পরিবেশনের পরে পান পাত্রে মদ পরিবেশন করছেন মার্থা। পরিবেশটাই আজ আনন্দের। কিন্তু হঠাৎ মার্থা লক্ষ্য করল, জালায় মদ ফুরিয়ে এসেছে, প্রায় তলানিতে ঠেকেছে। অথচ নিমন্ত্রিতরা তখনও পানীয় চাইছেন। বিচলিত, লজ্জিত মার্থা মাথা নীচু করে ভাবতে লাগলেন নিমন্ত্রিতদের তিনি কি দেবেন! বাড়ীতে আর তো মদ নেই।
প্রভু যীশুর নজর কিছুই এড়ায় না। বিচলিত মার্থাকে ডেকে তিনি জিজ্ঞেস করলেন, 'কী হয়েছে মার্থা?'
মার্থা ধরা গলায় বললো, "প্রভু, মদ যে শেষ হয়ে গেছে।"
প্রভু যীশু বললেন, 'মদ শেষ হবে কেন? ঐ তো, ঘরের কোণে রাখা জালায় মদ আছে।'
মার্থা প্রভু যীশুর দিকে তাকিয়ে বললো, "প্রভু, ঐ জালাতে মদ নেই, ঐ জালাতে পানি আছে।"
প্রভু যীশু বললেন, 'যাও, ঢাকনা খুলে দেখ তো!'
মার্থা ঘরের কোণে পানির জালার ঢাকনা খুলে দিলে প্রভু যীশু মাথা ঝুকিয়ে জালার ভেতরটা দেখে বললেন, 'মার্থা, দেখো, এই তো মদ।'
মার্থা হতবাক, জালা পূর্ণ আছে উৎকৃষ্ট মদে!
এই গল্পটি পড়িয়ে শিক্ষক ছাত্রদের বললেন, পানি মদে পরিবর্তন ব্যাখ্যা করতে হবে।
গোল্ডস্মিথের সহপাঠীরা পাতার পর পাতা জুড়ে ব্যাখ্যা লিখল। প্রভু যীশুর মহিমা, অলৌকিকত্বের কথাতে দু'চার পাতা ভরে গেল। কেবল মাত্র গোল্ডস্মিথ একটি মাত্র বাক্যে এই ঘটনার ব্যাখ্যা লিখেছিলেন, "The water met its Master, and blushed”
এই গল্পটি শুনে বেশ কিছু দিন ভেবে ছিলাম...সত্যিই তো.......!
আরো অনেক বছর পর গুগলে এই বিষয় পড়ে অনেক কিছু জেনেছি....
(এই লেখাটা দুই বছর আগে ফেসবুকে লিখেছিলাম)
সর্বশেষ এডিট : ২০ শে অক্টোবর, ২০২৪ সকাল ১১:৪৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



