"তুমি হারবে, তারপরেও তুমি বেঁচে থাকবে".....
কেউ যখন আমাকে বলে, "তুমিও জিতবে"- তাতে আমি ভরসা করিনা। বরং কেউ যখন আমাকে বলে, "তুমি হারবে, তারপরেও তুমি বেঁচে থাকবে"- তখন সত্যিই আমি ভরসা করি, সাহস পাই।
আমি মনে করি, জিতে যাওয়া মানেই জীবন না, হেরে যাওয়ার মধ্যেও থাকে বেঁচে থাকার আনন্দ।
এই পৃথিবীর প্রতিটা মানুষ একটা স্বপ্ন ডিজার্ভ করে, একটুখানি এমপ্যাথি ডিজার্ভ করে। এই পৃথিবীর আলো বাতাস, পানি বা জোছনায় সবার সমান অধিকার আছে। জিতে যাওয়া মানুষটার যেমন দোয়েলের শিষ শোনার অধিকার আছে, হেরে যাওয়া মানুষটারও তেমন এক ফোঁটা বৃষ্টির পানি পাওয়ার অধিকার আছে।
জয়ের মালা বিজয়ীরই থাকুক, ওটার ভাগ আমি চাইনা। তাই বলে হেরে যাওয়া মানুষের উপর থেকে এক টুকরো মেঘের ছায়া কেড়ে নেওয়ার অধিকার কারো নাই।
সর্বশেষ এডিট : ১৭ ই অক্টোবর, ২০২৪ বিকাল ৫:১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



