‘ফ্রেনেমি’......
ফ্রেনেমি' সম্পর্কে কিছুট ধারণা আগে থেকেই ছিলো। আরও বিস্তারিত জানতে 'ডিজিটাল শিক্ষাগুরু গুগল' সার্চ দিয়ে অনেক তথ্য পেলাম- যা এখানে নিজের মতো করে শেয়ার করছি। ‘ফ্রেনেমি’- শব্দটা এসেছে ফ্রেন্ড থেকে। অর্থাৎ এমন এক ‘ফ্রেন্ড’, যে কি না আদতে ‘এনিমি’! তাহলে যেনে নেওয়া যাক 'ফ্রেনেমি' সম্পর্কে গুরুত্বপূর্ণ পাঁচটি লক্ষণ-
বন্ধু শত্রু হতে কতক্ষণ!
হুট করেই মানুষ বদলে যায়। পারিপার্শ্বিক পরিস্থিতি তাকে বদলে দিতেই পারে। আর যখন স্বার্থের সংঘাত ঘটে, তখন দুই বন্ধুর মধ্যেও শুরু হয়ে যায় স্নায়ুযুদ্ধ। এটা দুইপক্ষ থেকেও হতে পারে, একপক্ষ থেকেও হতে পারে। এই স্নায়ুযুদ্ধে সর্বদা প্রবণতা থাকে অপরপক্ষকে যেভাবেই হোক ঘায়েল করার। বন্ধুত্বে এই সুযোগটা আরও বেশি থাকে কারণ বন্ধুর সবকিছু বন্ধুর জানা থাকে, তাই তার দুর্বলতায় আঘাত করাটা খুব সহজই হয়। যেমন ধরুন, আপনি আপনাদের এক কমন বন্ধুর কাছ থেকে কিছু টাকা হাওলাত নিলেন, অন্য বন্ধুর উপস্থিতিতে। অর্থাত এক বন্ধু টাকা নেওয়ার স্বাক্ষী। আপনি সময়মতো টাকাটা দিতে পারেননি। স্বাক্ষী বন্ধুর সাথে আপনার সম্পর্কটা আগেরমতো ভালো যাচ্ছেনা। এই সুযোগে স্বাক্ষী বন্ধু যিনি আপনাকে টাকা ধার দিয়েছিলেন- তাকে উস্কে দিবেন "এই মূহুর্তে টাকা ফেরত দিতে হবে বলে আপনি প্রেশার দিন"!
কিভাবে বুঝবেন বন্ধুত্বে ফাটল ধরেছেঃ-
* ইদানীং লক্ষ্য করছেন, আগে যে বন্ধু আপনাকে সবকিছু বলতো, কিন্তু সে আজকাল অনেককিছুই গোপন করছে। সে চাচ্ছে না আপনি তার বিষয়গুলো জানেন। তবেই বুঝবেন সে আপনার কাছ থেকে দূরে সরে যাচ্ছে। এমনও হতে পারে সে আপনার শত্রু হতে যাচ্ছে।
* আপনি ভাল কিছু করলে, কোনও কঠিন কাজে সফল হলে, সেই বিশেষ ’বন্ধু’টি শুনে/জেনে খুশি হন না। যতটা উচ্ছ্বাস আপনি আশা করছেন, ততটা যদি না হয়, তবে সেটা একটি বড় লক্ষণ।
* আপনার পছন্দের মানুষদের সাথেই আপনার বন্ধুকে বেশি দেখতে পাচ্ছেন। তার সঙ্গে সে যে যোগাযোগ করছে সেটা আপনার কাছ থেকে লুকাচ্ছে। এই লুকোচুরিই বলে দেবে বন্ধু থেকে সে শত্রু হতে পারে।
* আপনার ভালো কিম্বা খারাপ শুনেও যে আপনাকে এড়িয়ে অন্যদিকে মনোযোগ নেওয়ার চেষ্টা করছে- এমনটা দেখলে বুঝবেন সে আপনার শত্রুর থেকেও খারাপ। কারণ এই বন্ধু আপনার ভালো চাচ্ছে না।
* আপনি কোনো গোপন কথা হয়তো তাকে অনেক বিশ্বাস করে বলেছেন। এতদিন সে এই কথা কাউকে বলেনি। কিন্তু হঠাৎ করেই শুনলেন এই কথা সে অনেককেই বলে বেড়াচ্ছে। তাহলে বুঝবেন সে আপনার ক্ষতি করতে চাইছে।
* বন্ধুমহলে সে আপনার পারিবারিক বিষয় কিংবা অন্য কোনো বিষয় ভুল/অসত্য কথা ছড়াচ্ছে। এটা শত্রু হওয়ার খুবই গুরুত্বপূর্ণ লক্ষণ।
* ফ্রেনেমি চেনার সবচেয়ে বড় উপায় হলঃ এই ধরনের মানুষেরা অত্যন্ত স্বার্থপর এবং আত্মকেন্দ্রিক হয়ে থাকেন। নিজের কাজের সময়টুকু নিয়ে তারা খুব সচেতন। তারা শুধু নিজের কথাই বলবে-আপনার কথা শুনবেনা।
বন্ধু শত্রু হলে তখন কী করবেন?
** প্রথমেই তাকে এড়িয়ে চলুন। তার সঙ্গ যত দ্রুত ছেড়ে দেবেন, তত ভালো থাকবেন। কারণ সে আপনার আশপাশে থাকলে সারাক্ষণ আপনার ক্ষতি করারই চিন্তা করবে।
** এই বন্ধুর কথা ভাববেন না। সে যদি আপনার জীবনে কোনো ক্ষতি করেও থাকে, তাহলে ভুলে যান। প্রতিশোধ নেওয়ার চেষ্টা করবেন না। এতে আপনিই বিপদে পড়তে পারেন।
** আবেগ দিয়ে না, বুদ্ধি দিয়ে বিষয়টি সামলে নিন। কারণ আবেগে মানুষ অনেক সময় ভুল করে বসে। আবেগের কারণে যদি এই বন্ধুকে ধরে রাখতে চান, তাহলে অনেক বড় ভুল করবেন।
** অন্য বন্ধুদের জানিয়ে রাখুন। যাতে সে আপনার বন্ধুমহলে জায়গা না পায়। যে আপনার ক্ষতি করতে পারে, সে সবারই ক্ষতি করতে চাইবে। তাই সব জায়গা থেকেই তাকে দূরে রাখুন।
** পরিবারকে তার বিষয়ে জানাতে ভুলবেন না। কারণ সে আপনার কী ধরনের ক্ষতি করতে পারে, সেটা আপনি কখনোই আন্দাজ করতে পারবেন না। তাই আপনার নিরাপত্তার জন্যই এসব বিষয় পরিবারকে জানিয়ে রাখা ভালো।
বিকল্পঃ
বন্ধুত্বের সম্পর্কটা সম্মানের, ভালোবাসার আর ভরসার। কিন্তু খুব সাধারণ কোনো বিষয় নিয়েও বন্ধুত্বে কখনো কখনো চিড় ধরে, চিরচেনা বন্ধুই অচেনা শত্রু হয়ে ওঠে। এমন অবস্থায় তার সঙ্গে কথা বলার চেষ্টা করুন। কেন সে এমনটা করছে জানার চেষ্টা করুন। যদি দেখেন সে আপনাকে ভুল বুঝে এমনটা করছে তাহলে তাকে বোঝানোর চেষ্টা করুন। হয়তো সে বুঝবে।
সর্বশেষ এডিট : ১৭ ই অক্টোবর, ২০২৪ বিকাল ৫:১৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



