কৌতুকঃ বিশ্বের সেরা ব্লগার... 
যিনি বিশ্বের সেরা ব্লগারের নাম কাগজে লিখেছিলেন তিনি নিজেই নামটি পড়ে হাসতে হাসতে মারা যান!

মৃত ব্যাক্তির মা ভাবলেন, বিশ্বের সেরা ব্লগারটি বোধহয়- আত্মহত্যা প্রেরণাদায়ী কেউ। ছেলের মৃত্যুর জন্য দায়ী সেরা ব্লগারের নাম লেখা কাগজটি খুলে নামটি পড়েই মা হাসতে হাসতে মারা যান!

ছেলে এবং মায়ের মৃত্যুর তদন্ত করতে এসে কাগজে সেরা ব্লগারের নাম পড়ে পুলিশ অফিসার হাসতে হাসতে মারা যান!

তিনটি লাশের ময়নাতদন্তকারী ডাক্তার কাগজে লেখা সেরা ব্লগারের নাম পড়ে ডাক্তার সাহেবও হাসতে হাসতে মারা যান!

এতোগুলো মানুষের অকাল মৃত্যুর খবর শুনে নিকট আত্মীয় স্বজন ও প্রতিবেশীরা শোক প্রকাশ করতে এসে কাগজে লেখা সেরা ব্লগারের নামটি পড়ে সবাই হাসতে হাসতে মারা যান!

এতোগুলো মৃত্যুর বিচারের জন্য বিচারক স্বতঃপ্রণোদিত হয়ে (সুয়োমোটো) মামলা করেন। বিচারক এজলাসে বসে কাগজে লেখা সেরা ব্লগারের নাম পড়ে হাসতে হাসতে মারা যান!
প্রিয় ব্লগার বন্ধুরা;
ওই কাগজে যে সেরা ব্লগারের নাম লেখা ছিল সেই নামটি আমিও পড়ে আপনাদের শোনালে আমিতো মারা যাবই, আপনারাও মারা যাবেন! সবাই মারা গেলে সামু ব্লগে ব্লগিং করবে কারা?
কাজেই অভিশপ্ত সেই বিশ্বসেরা ব্লগারের নামটা উচ্চারণ না করি!!!
(এই কৌতূকটা আমি ভিন্নভাবে শুনেছিলাম। আমি এভাবেই সময়োপযোগি করে রুপান্তর করেছি।)
সর্বশেষ এডিট : ১৭ ই অক্টোবর, ২০২৪ বিকাল ৫:১৭