গল্পটা পুরানো, আপনারা অনেকেই জানেন- তবু বলছিঃ-
দুজন মানুষ ক্রমাগত কাজ করে যাচছিলে, একজন গর্ত খুঁড়ছিলেন, আর একজন গর্ত বুজিয়ে যাচ্ছিলেন....
রাস্তার পাশে দাঁডিয়ে দেখতে থাকা নিবিষ্ট মানুষেরা প্রশ্ন করলেন- আপনারা কী করছেন?
শ্রমিকদের মধ্যে একজন বললেন- "আমরা ডিউটি করছি। তিনজনের গ্রুপ আমাদের। একজন গর্ত খুঁড়ি, একজন গাছ লাগান, আরেক জন গর্ত বোজান। গাছ লাগানোর লোকটি আজ ছুটিতে। আমরা দুজন ডিউটি করে চলেছি!"
দর্শকেরা বাহবা দিয়ে চলে গেলেন
দেশ থেকে বিদেশে, বিদেশ থেকে বিশ্ব এভাবেই চলছে...
গর্ত খোঁড়া মানুষটি আমি শ্রমিক।
গর্ত বোজান লোকটি আমরা সাধারণ মানুষ।
গাছ লাগানোর দায়িত্ব যার তার ছুটি কোনো দিন শেষ হয়না......
রাজনীতিবিদ, প্রশাসন, বুদ্ধিজীবী, সাংবাদিক, পুলিশ....যাদের কাজ হচ্ছে যে গাছগুলো লাগানো হয়েছিল -সেই গাছের ফল খাওয়া আর দর্শক হচ্ছেন - আমজনতা।
সর্বশেষ এডিট : ১৭ ই অক্টোবর, ২০২৪ রাত ১০:৩২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


