ম্যাংগো পলিটিক্স....
বুদ্ধিতে অতি বড়ো পাকা সে!
বিশ্ব বিখ্যাত আমের নাম 'সিন্ধ্রি আম' যাকে আন্তর্জাতিক পরিমণ্ডলে হানি ম্যাংগো/ কুইন অব ম্যাংগো বা আমের রানি বলা হয়! সেই আম উৎপাদন হয় পাকিস্তানে। সিজনের সময়ই 'সিন্ধ্রি আম' পাকিস্তানে গড়ে বিক্রি হয় ১২০০/- প্রতি কেজি!পাকিস্তানের আর একটা বিখ্যাত আমের নাম রাতাউল আম। যার গড় দাম প্রতি কেজি ১০০০/- টাকা! পাকিস্তান সরকার বন্ধু প্রতীম দেশের সরকার/রাস্ট্র প্রধানদের উপহার হিসেবে সিন্ধ্রি আম এবং রাতাউল আম পাঠায়।
এবার দেখা যাক বাংলাদেশের শ্রেষ্ঠ আমের নাম ও দাম। আমাদের দেশের সেরা আমের নাম- হিমসাগর, ক্ষিরশেপাতি, হাড়ি ভাংগা এবং ল্যাংড়া। দাম প্রতি কেজি সর্বোচ্চ ১০০/- টাকা হলেও এবছর রাজশাহী সহ বিভিন্ন এলাকায় চাষিরা বিক্রি করেছে গড়ে ৩০/- টাকা।
আমরা পাকিস্তানের প্রধানমন্ত্রীকে কমদামী একটন হাড়ি ভাংগা আম দিয়ে পেয়েছি দুনিয়া শ্রেষ্ঠ হানি ম্যাংগো দুই টন আম!
ইহাকেই বলে ম্যাংগো পলিটিক্স!
সর্বশেষ এডিট : ১০ ই অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৬:০২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




