
প্রখ্যাত গায়ক মান্না দের একবার বুকে ব্যাথা হয়, তখন তিনি ব্যাঙালোরে, মেয়ের বাড়িতে। তিনি দেবী শেঠির নারায়ণা হৃদয়ালয়ে ফোন করে জানালেন তার সমস্যার কথা। হাসপাতাল থেকে এম্বুলেন্স পাঠানো হলো- দ্রুত হাসপাতালে যাওয়ার জন্য।
মান্না দে হাসপাতালের গেইটে এম্বুলেন্স থেকে নামলেন এবং দেখলেন তাঁকে বরণ করার জন্য হাসপাতালের সব শ্রেণির স্বাস্থ্যকর্মীরা লাইন করে দাঁড়িয়ে আছেন- হাতে ফুল নিয়ে। মান্না দে এই দৃশ্য দেখে এতো অভিভূত হয়ে পড়লেন যে তিনি অশ্রুসিক্ত হয়ে পড়লেন।
স্বয়ং দেবী শেঠি তাঁর চিকিৎসার দায়িত্ব নিলেন। এক সপ্তাহ পর তিনি সুস্থ হয়ে উঠলেন। দেবী শেঠি তাঁকে দেখতে এসেছেন। মান্না দে বললেন 'আমি তো সুস্থ হয়ে গেছি, এবার ছুটি দাও'।
শেঠি বললেন "ঠিক আছে, আজকেই ছুটি দিয়ে দিচ্ছি''। 'তাহলে বিলটা পাঠিয়ে দাও'- বললেন মান্না দে।
"ঠিক আছে, পাঠিয়ে দিচ্ছি"- বললেন ডক্টর দেবী শেঠি।
একটু পর বিল এলো।
মান্না দে দেখলেন প্রতিটি সার্ভিসের বিপরীতে শূন্য। এবং সর্বমোট বিল শূন্য। এই দেখে তিনি এতো বিস্মিত হলেন যে আনন্দে আবেগে তাঁর চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়তে লাগলো। দেবী শেঠি এলেন তাঁকে বিদায় জানাতে, মান্না দে বিল নিয়ে প্রশ্ন করলে দেবী শেঠি বললেন "আমরা আমাদের শৈশব থেকে আপনার গান শুনে বড় হয়েছি, সাংস্কৃতিকভাবে নিজেদের উন্নত করেছি, আপনি আমাদের মহান অভিভাবক, আপনাকে সামান্য সেবা করতে পেরে আমরা ধন্য"!
মান্না দে তাঁর দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে রইলেন। তিনি যখন হাসপাতাল ত্যাগ করছেন তখন দেখতে পেলেন প্রথম দিনের মত হাসপাতালের সকল স্বাস্থ্য কর্মীরা লাইন ধরে দু'ধারে দাঁড়িয়ে আছে, হাতে ফুল!
"মান্না দে ফ্যান পেজ" থেকে সংগৃহিত।
সর্বশেষ এডিট : ০২ রা অক্টোবর, ২০২৪ সকাল ১১:৩০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




