যেকোনো মৃত্যু: বড় কষ্টের, বড় বেদনার.....
ছড়াকার সাংবাদিক ব্লগার বন্ধু নুর মোহাম্মদ নুরু ভাইর চলে যাওয়া খুব কষ্টের। আরও বেশী কষ্ট পেয়েছি ব্লগার শায়মার পোস্টে নুরু ভাইয়ের মেয়ের হৃদয়বিদারক লেখা পড়ে। জানি, মৃত্যু প্রতিদিন ধাবিত হচ্ছে আমাদের বয়সী মানুষের পশ্চাতে। বয়স হচ্ছে, প্রাতরাশ টেবিলে প্রায়ই বিলম্ব ঘটছে আর তারই মধ্যে অনেকটা নিয়মিত নিষ্ঠুর সংবাদ পাই স্বজন হারানোর। সামহ্যোয়ারইন ব্লগ থেকে সবার আগে এভাবেই আচানক আমাদের ছেড়ে চলে গিয়েছেন সর্বজন শ্রদ্ধেয় ব্লগার ইমন জুবায়ের ভাই। তারপর আবু হেনা মোঃ আশরাফুল ইসলাম, নাঈম জাহাঙ্গীর নয়ন।
২০১২ সন থেকে ২০১৯ সন পর্যন্ত বলতে গেলে আমি ব্লগে ছিলাম না। কদাচিত ব্লগে ঢুঁ মারতাম বটে, তখন ব্লগার নুর মোহাম্মদ নুর সাহেবের পোস্ট দেখতাম। তিনি সাধারণত বিভিন্ন পাবলিক ফিগার/ সেলিব্রেটিদের জন্ম মৃত্যু দিনের কথা লিখতেন- যেগুলোকে অনেকের মতোই আমিও কপি পেস্ট/ পোস্ট মনে করতাম। তিনি প্রখ্যাত সাহিত্যিক, ইতিহাসবিদ তপনরায় চৌধূরীকে নিয়ে একটা পোস্ট দিয়েছিলেন- যা মূলত ২০১০ সনে আমার লেখা পোস্টই সামান্য এডিট করা। তপনরায় চৌধূরী ছিলেন আমার আব্বার সহপাঠী বন্ধু, আমাদের পরিবারের স্বজন। আমি তপনরায় চৌধূরীকে ডাকতাম তপন কাকু......তাঁর লেখা আত্মজীবনীমূলক ঐতিহাসিক বই বাংগালনামায়(বাংগালনামা বইটি আমাকে গিফট করেছিলেন ভ্রমণ বিলাসী ব্লগার, সুলেখক আমাদের পারিবারিক স্বজন জুন) আমাদের বৃহত্তর পরিবারের কয়েকজন নিকট আত্মীয়দের কথা বলা হয়েছে......সেই পোস্টের মন্তব্যে উল্লেখ করেছিলাম। তখন তিনি আমার সাথে ব্যক্তিগতভাবে যোগাযোগ করতে চাইলে- মেসেঞ্জারে আমাদের যোগাযোগ হয়। সেইসময় বেশ কয়েকবার তাঁর সাথে কথা হয়েছিলো। ২০১৪/২০১৫ সনে তিনি তাঁর এলাকার একজন রাজনৈতিক নেতার বাসা থেকে আমাকে ফোন দিয়ে দেখা করতে চাইলেন- কিন্তু আমার ব্যস্ততার জন্য দেখা করতে পারিনি। অন্যদিকে বারবার আমার ফেসবুক আইডি ব্যন হওয়ায় একসময় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। আমরা একই রাজনৈতিক মতাদর্শের হলেও ব্লগের কিছু কিছু বিশয় আমাদের ভিন্নমত কখনো পারস্পরিক অসম্মান পর্যায়ে পৌঁছেনি।
প্রায়শই সংবাদ পাই বন্ধু, শুভানুধ্যায়ী, স্বজন, সতীর্থ আর এককালীন সহকর্মীদের নীরব নির্গমনের। জানি, এখন যাওয়ার বয়স। কিন্তু এ কেমন যাওয়া? কষ্টেরই প্রাকার যেন গড়ে তোলা হৃদয়ের নিষ্ঠুর সময়ের মধ্যখানে!
কেমন নিঃশব্দে চলে যেতে হলো কবি, সাংবাদিক ব্লগার নুর মোহাম্মদ নুরু ভাইকে। সকালে ফেসবুক লগইন করেই সামহ্যোয়ারইন ব্লগ গ্রুপ এডমিন জাদিদ এর পোস্টে জানতে পারি নুরু সাহেবের মৃত্যু সংবাদ। বেশ কিছুদিন যাবত নুরু সাহেবকে ব্লগে দেখা যায়নি। ব্লগার রাজীব নুরের পোস্টে জানতে পারলাম তিনি অসুস্থ্য। তাঁর সুস্থতা কামনা করে কায়মনে দোয়া করেছিলাম তার সুস্থতার জন্য। কিন্তু আজ জানতে পারলাম সবাইকে বিষাদগ্রস্ত করে চলে গেছেন না ফেরার দেশে।
আল্লাহ রাব্বুল আল আমীন মরহুম নুর মোহাম্মদ নুরু সাহেবকে বেহেশ নসীব করুন। তাঁর শোকসন্তপ্ত পরিবারের সবাইকে হেফাযত করুন।
সর্বশেষ এডিট : ২৬ শে নভেম্বর, ২০২২ বিকাল ৩:৩০