অ্যাগনোডিস প্রাচীণ গ্রীসে প্রথম মহিলা ডাক্তার....
প্রাচীন গ্রীসে, মহিলাদের চিকিৎসাবিদ্যা অধ্যয়ন নিষিদ্ধ ছিল। ৩০০ খ্রীষ্টপূর্ব সালে অ্যাগনোডিস নামের এক নারী তার চুল কেটে পুরুষ বেশধারণ করে মিশরের আলেকজান্দ্রিয়া মেডিকেল স্কুলে ভর্তি হন।
চিকিৎসাবিদ্যা অধ্যয়ন শেষ করে গ্রীসে ফিরে আসেন। একদিন এথেন্সের রাস্তায় হাঁটার সময় তিনি প্রসবকালীন একজন মহিলার কান্না শুনতে পান। মহিলাটি তখন যন্ত্রণায় কাতরাচ্ছেন। অ্যাগনোডিস সন্তান সম্ভবা নারীকে সাহায্য করতে চাইলে সন্তান সম্ভবা নারী অ্যাগনোডিসকে তার শরীর স্পর্শ করতে দিতে চাননি। কারণ মহিলা ভেবেছিলেন যে অ্যাগনোডিস একজন পুরুষ। যদিও অ্যাগনোডিস নিজেকে একজন নারী চিকিৎসক হিসেবে পরিচয় দিলেও সন্তান সম্ভবা নারী তাকে বিশ্বাস করেননি।
অ্যাগনোডিস নিরুপায় হয়ে সর্বসমক্ষের আড়ালে তার জামাকাপড় খুলে মহিলাকে দেখান- তিনি একজন নারী। তারপর ওই মহিলার সন্তান প্রসব করে অ্যাগনোডিস নিজেকে প্রমাণ করলেন তিনি দক্ষ চিকিৎসক।
এই ঘটনা মহিলাদের মধ্যে ছড়িয়ে পড়ে এবং সমস্ত অসুস্থ মহিলারা অ্যাগনোডিসের কাছে চিকিৎসা নিতে শুরু করে। ঈর্ষান্বিত, পুরুষ ডাক্তাররা অ্যাগনোডিস এর বিরুদ্ধে আদালতে অভিযোগ করেন। অ্যাগনোডিস আদালতে স্বীকার করেন- তিনি একজন নারী চিকিৎসক। নারী হয়ে চিকিৎসা বিদ্যা অর্জন করে চিকিৎসক হওয়ার অভিযোগে আদালত অ্যাগনোডিসকে মৃত্যুদণ্ড দেয়।
অ্যাগনোডিসকে মৃত্যুদণ্ড দেওয়ার বিরুদ্ধে গ্রীসের সমস্ত মহিলারা বিদ্রোহ ঘোষনা করলেন, বিশেষ করে সেই বিচারকদের স্ত্রীরা যারা মৃত্যুদণ্ড দিয়েছিলেন তারাই বিদ্রোহের নেতৃত্ব দেন। স্বতস্ফুর্ত অংশগ্রহনে নারীরা বলেছিলেন যে, যদি অ্যাগনোডিসকে হত্যা করা হয় তবে তারা অগ্নিতে আত্মাহুতি দিয়ে অ্যাগনোডিস এর সাথে সহমরণে যাবেন। বিচারগন তাদের স্ত্রী এবং অন্যান্য মহিলাদের চাপ সহ্য করতে অপারগ হয়ে অ্যাগনোডিসের সাজা তুলে নেন এবং মহিলাদেরও চিকিৎসাবিদ্যা অধ্যয়ন করার অনুমতি দেওয়া হয়। তবে শর্ত দেওয়া হয়- নারী চিকিৎসকরা শুধুমাত্র নারীদের চিকিৎসা সেবা দান করবে।
এভাবে প্রাচীণ গ্রীসে অ্যাগনোডিসের নাম প্রথম মহিলা ডাক্তার এবং স্ত্রীরোগ বিশেষজ্ঞ হিসাবে ইতিহাসে স্থান লাভ করে।
ছবি #AGNODICE উইকিপিডিয়া।
Courtesy: Dr. R.K Mahapatro, Senior Pediatrician, East Coast Railways, India. ভাষান্তর আমার।
সর্বশেষ এডিট : ০৩ রা ডিসেম্বর, ২০২২ দুপুর ১:৩০