দাবী আদায়ে ব্যস্ত আন্দোলনকারীরা.....
আপনারা গত পনেরো বছর স্বৈরাচারের সাথেই ছিলেন, কখনও প্রতিবাদ করেননি। হয়তো অল্পস্বল্প কুকর্মের দোসরই ছিলেন, দুই চারজন ব্যতিক্রম ছাড়া সবাই দুর্নীতি লুটপাটের ভাগা কিছুটা কম হলেও পেয়েছেন। অতএব আপনারা দ্বিতীয় কাতারের স্বৈরশাসকের সুবিধাভোগী- তাতে কোনও অসত্যতা নাই।
দেশের ন্যায় বঞ্চিত ৯০% জনগণের বঞ্চিতদের চাইতে আপনারা অজস্রগুণ সুবিধাপ্রাপ্ত সরকারি চাকুরিজীবী। ছাত্রজনতার আন্দোলনে আপনাদের কোনো অবদান নাই। অথচ, এখন আপনারাই বঞ্চিত বলে শোরগোল করছেন, আন্দোলনের মাধ্যমে সকল বকেয়া সুদেআসলে আদায় করে নিচ্ছেন!
সব ন্যায় অপ্রাপ্তি পরবর্তীতেও পাবার আইনী বিধান আছে। কিন্তু এই আন্দোলনে অজস্র মানুষের হারানো জীবন প্রাপ্তির কোনো সুযোগ নাই, যারা আহত হয়ে পংগুত্ব বরণ করেছে এবং এখনো হাজার হাজার আহত ব্যাক্তিরা চিকিৎসাধীন আছেন তাদের অপূরণীয় ক্ষতি কেউ ফিরিয়ে দিতে পারবে না।
অতএব, দাবী পূরণ আন্দোলনকারীদের কাছে বিনীত অনুরোধ, আপনারা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে কাজ করতে দিন, রাষ্ট্র সংস্কার করতে দিন। স্বৈরশাসন আমলেও "গাছেরটা খেয়ে, নীচেরটা কুড়ানো"র ধান্ধায় দেশের ৯০ ভাগ মানুষের আশা আকাঙ্ক্ষা নস্যাৎ করে দিবেন না।
প্রিয় ছাত্র আন্দোলনের বন্ধুরা, তোমরা আমজনতাকে সাথে নিয়ে এই- 'চাই চাই', 'খাই খাই'- 'আরও দাও' বাহিনীদের রুখে দিতে না পারলে অনেক প্রাণের বিনিময়ে স্বৈরশাসক শেখ হাসিনা সরকারের পতন ঘটিয়ে অর্জিত এই অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র সংস্কার করতে ব্যার্থ হবে, আমজনতার আশা আকাঙ্ক্ষা, ভাগ্যের পরিবর্তন হবেনা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



