সামহোয়্যারইন ব্লগে আমার জুলভার্ন আইডি'র বয়স ১৫ বছর ৬ মাস। আমার প্রথম আইডি বাবুয়া' লিখেছি ২ বছর ৫ মাস। সব মিলিয়ে সামহোয়্যারইন ব্লগে যুক্ত আছি প্রায় ১৮ বছর। এই ১৮ বছরের মধ্যে ২০১০ সালের এপ্রিল থেকে ২০১৮ সালে পর্যন্ত মাত্র ৫ টি পোস্ট লিখেছিলাম। ব্লগের পুরনো বন্ধু স্বজনরা প্রায় সবাই আমার লেখালেখি সম্পর্কে জানেন- আমি বিএনপি সমর্থক, কিন্তু কখনওই রাষ্ট্র, সরকার কিম্বা কোনো মন্ত্রীর বিরুদ্ধে একটা পোস্ট লিখিনি। তবে, বিএনপির পক্ষে লিখেছি, মন্তব্য করেছি।
অন্যদিকে, জুলভার্ন এবং Humayun Kabir নামের দুইটি ফেসবুক আইডিতে সক্রিয় ২০১০/২০২১ সাল থেকে। ২০১৮ সালের অক্টোবর পর্যন্ত জুলভার্ন আইডি তে প্রায় ৪ হাজার ফ্রেন্ড এবং ৪৬ হাজার প্লাস ফলোয়ার এবং Humayun Kabir আইডিতে ২ হাজার প্লাস ফ্রেন্ড এবং ১৫ হাজার প্লাস ফলোয়ার ছিলেন। ফেসবুকেও ওপেন সিক্রেট ছিলো আমার রাজনৈতিক অবস্থান। এখানে সরকারের দুর্নীতির বিরুদ্ধে তথ্য প্রমাণ সূত্র উল্লেখ করে লিখেছি, কিন্তু কাউকে ব্যক্তিগত আক্রমণ করিনি, অশ্লীল নোংরা ভাষায় কিছু লিখিনি।
২০১৮ সালের ২৭ অক্টোবর আমাকে গুম করা হয়। ১১ দিন পর গ্রেফতার দেখিয়ে থানায় হস্তান্তর করে। চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলা ছাড়াও অসংখ্য মিথ্যা মামলা দিয়েছে। তারপর রিমান্ড, জেলে কেটেছে আরও ছয় মাস। ঠিক আমার মতোই মিথ্যা উদ্ভট ঘটনা সাজিয়ে ৫ হাজার ৮ শতাধিক ডিজিটাল নিরাপত্তা আইন /সাইবার ক্রাইম এ্যাক্ট মামলা দিয়েছে বিএনপি পরিবারের ৮ হাজার জনের বিরুদ্ধে। প্রায় দেড় লাখ মামলায় প্রায় দেড় কোটি বিএনপি নেতা কর্মী সমর্থকদের বিরুদ্ধে মিথ্যা বানোয়াট গায়েবী মামলায় ফাঁসিয়ে ধ্বংস করে দিয়েছে তাদের জীবন এবং পরিবার।
আমার গুম নিয়ে আজ একটা রিপোর্ট করেছেন অনুসন্ধানী সাংবাদিক আবু সুফিয়ান। কেউ আগ্রহী হলে পড়ে দেখতে পারেন- ভয়াবহতার একটা উদাহরণ! https://banglaoutlook.org/investigation/238094
সর্বশেষ এডিট : ১৬ ই অক্টোবর, ২০২৪ সকাল ৮:৪৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




