হরেকরকম দান.....
বিভিন্ন প্রকার দান-খয়রাতের কথা শুনেছি....সব চাইতে বেশী প্রচলিত কন্যাদান। ইদানিং শুনছি বাড়ীও দান করা হয়- তবে তা রাষ্ট্রীয় দান নয়। টাকা ওয়ালদের শখ বলে কথা!
* বসুন্ধরা গ্রুপের এমডি আনভির সোবহান ফ্ল্যাট দান করেছিল তার কিশোরী প্রেমিকা মুনিয়াকে।
* পত্রিকায় পড়েছি- ফ্যাসিস্ট শেখ হাসিনার অন্যতম বরকন্দাজ দুর্নীতিবাজ পলাতক সাবেক আইজিপি বেনজির সাহেব চিত্র নায়িকাকে শান্তিনগর এলাকায় একটা ফ্ল্যাট কিনে দিয়েছিলেন।
* শেখ সেলিম নামের একজন দুর্নীতিবাজ রাজনৈতিক নেতাও একজন নায়িকাকে বনানী এলাকায় একটা ফ্ল্যাট কিনে দিয়েছিলেন।
এবার ঢাকা থেকে লন্ডন চলুন-
* বাংগালী দু জন ব্যবসায়ী লন্ডনে সুন্দরী তরুণী দুই বোনকে দুটি বাড়ী দান করেছিলেন।
লন্ডনের 'হ্যাম্পস্টেড' এলাকায় ছোটজনকে বাড়ি উপহার দিয়েছিলেন মঈন গণি নামের একজন।
* আর বড়ো বোনকে লন্ডনের ‘কিংস ক্রস’ এলাকায় একটি বাড়ি উপহার পেয়েছেন আবদুল মোতালিফ নামের এক আবাসন ব্যবসায়ীর কাছ থেকে।
* জানা যায় এই দুই তরুণীর মাকেও তার যৌবনে বিতর্কিত ব্যবসায়ী সালমান এফ রহমান উত্তর লন্ডনে একটি বিলাসবহুল বাড়ী দান করেছিলেন।
কেন?
কিসের মোহে?
কারন অজানা।
তবে অনেক ব্যাবসায়ী এবং সুগার ড্যাডি আছেন যারা ষোড়শীদের বাড়ী দান করে থাকেন।
তথ্যসূত্রঃ দেশ বিদেশী বিভিন্ন পত্রিকা এবং টক অফ দ্যা কান্ট্রি।
সর্বশেষ এডিট : ১৫ ই জানুয়ারি, ২০২৫ সকাল ৮:৩৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



