দেশপ্রেম মানেই অনিবার্য ভয়াবহ পরিণতি!
"দেশে বিদেশে" সৈয়দ মুজতবা আলীর বিখ্যাত বই। তখন আফগানিস্তানের বাদসা আমানুল্লাহ এবং ডাকাত বাচ্চাও সাকার মধ্যে ঘোরতর কোন্দল.... ১৯২৭ সালে তিনি আফগানিস্তান যাবার সময়, অতি দুর্গম খাইবার পাস অতিক্রম করে সন্ধ্যেবেলায় আশ্রয় নিয়েছেন একটি সরাইখানায়। "নামেই সরাইখানা, আসলে একটি মাটির বাড়ি আর তাতে মানুষ, উট, ঘোড়া-খচ্চর সবই এক সঙ্গে বসবাস করে।' তিনি লিখেছিলেন - "বসবাসের এমন গণতান্ত্রিক ব্যবস্থা আমি আর দেখিনি। আরও যেটা কখনো দেখিনি সেটা হলো সেই সরাইখানার মতো দুর্গন্ধ।"
"সূচিভেদ্য অন্ধকারের কথা বইয়ে পড়েছি, কিন্তু সূচিভেদ্য দুর্গন্ধও যে হতে পারে তা এই প্রথম প্রত্যক্ষ করলাম। মাগরিবের নামাজের পর সরাইখানার মালিক ঘোষণা দিলেন - রাতে সরাইখানা দস্যু দ্বারা আক্রান্ত হলে "মাল-জানের" দায়িত্ব নিজের নিজের।"
সৈয়দ মুজতবা আলী লিখেছিলেন- "খেয়াল করলাম উনি "জান-মাল" বললেন না, বললেন- মাল-জান।"
এ নিয়ে প্রশ্ন করলে সরাইয়ের মালিক বলেছিলেন- "আফগানিস্তানের রাজনৈতিক অরাজকতায় মানুষের জানের তেমন দাম নেই, কিন্তু মালের দাম আছে !"
লেখক সরাইখানার মালিককে বলেছিলেন- "আমাদের ভারতবর্ষেও তাই !"
ফেসবুক বন্ধুদের মুজতবা আলীর গল্পটা মনে করিয়ে দিয়েই বলি - বর্তমান বাংলাদেশের সূচিভেদ্য রাজনৈতিক দুর্গন্ধে, যখন তখন দস্যু দ্বারা আক্রান্ত হলে "মাল-জানের" দায়িত্ব কিন্তু আপনাদের নিজের নিজের। কাজেই সেক্ষেত্রে "চাচা, আপন প্রাণ বাঁচা"-টাই বুদ্ধিমানের কাজ হবে। অতিরিক্ত বিপ্লবী সাজতে গিয়ে নিজের বিপদ ডেকে আনবেন না।
মনে রাখবেন, আমাদের দেশে দেশপ্রেমের মতো পাপ আর একটাও নাই। দেশপ্রেম মানেই- অনিবার্য ভয়াবহ পরিণতি!
উদাহরণ?
আমি, আপনি, আমরা যারা দেশ প্রেমে অন্ধ...
আবারও বলছি- দেশপ্রেম মানেই অনিবার্য ভয়াবহ পরিণতি! সেই ভয়াবহ পরিনতি জেনেও যারা দেশ প্রেমে উজ্জীবিত থাকবেন তারাই আমার প্রিয় স্বজন।
সর্বশেষ এডিট : ২৪ শে জানুয়ারি, ২০২৫ বিকাল ৩:১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



