
নিজেকে ঠকাবার আনন্দ
আমার চেয়ে বেশি কেউ জানে না।
যাবতীয় সব বিনোদন,
সব বেদনা গুলো এখানেই যেন আটকা।
যে খেলায় আমি হারি,
সে খেলায় আমি নিজেকে হারাই,
সেই হারানোতেই মুক্তি,
তবুও কেন জানি, মনে হয় সবই পুরনো।
যেন সুখের খোঁজে, দুঃখের সাগরে,
ভাসছি একা আমি, পথের ধারে।
নিজেকে নিজেই ঠকানোর মধ্যে
এক অদ্ভুত আনন্দের কারুকাজ।
কেউ জানে না, কেউ বুঝে না,
এই বোকামির মিষ্টি রস আসলে কেমন!
তবুও চলি, এই পথে হাঁটি,
নিজেকে নিজেই ঠকানোর আনন্দের পিছে।
হায়! আনন্দ সমূহ!
হায়! বেদনা সমগ্র!
সর্বশেষ এডিট : ২৮ শে জানুয়ারি, ২০২৫ দুপুর ১২:৫৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



