মূল্যবোধ....
মূল্যবোধ হলো ঐসব চিন্তাভাবনা, আশা-আকাঙ্খা, লক্ষ্য-উদ্দেশ্য, যা মানুষের সামগ্রিক আচার-ব্যবহার ও কার্যাবলীকে পরিচালিত ও নিয়ন্ত্রণ করে। মূল্যবোধ মানুষের ব্যক্তিগত ব্যবহার ও আচার-আচরণের ওপর ব্যাপক প্রভাব ফেলে এবং সার্বিকভাবে একটি নিয়ন্ত্রক মানদন্ড হিসেবে ভূমিকা পালন করে।
মূল্যবোধ হলো মানুষের আচরণ পরিচালনাকারী নীতি ও মানদন্ড। অর্থাৎ কতগুলো মনোভাবের সমন্বয়ে গঠিত অপেক্ষাকৃত স্থায়ী বিশ্বাসকে মূল্যবোধ বলে। স্বাধীনতা, ন্যায়নীতি, সততা প্রভৃতি মূল্যেবোধের উদাহরণ। মূল্যবোধ স্থায়ী নয় বরং পরিবর্তনশীল, বয়স এবং সময় মূল্যেবোধ পরিবর্তন করতে সহায়তা করে। মূল্যবোধের তুলনায় মনোভাব অপেক্ষাকৃত বেশি পরিবর্তনশীল।
মানব জীবনে মূল্যবোধের উল্লেখযোগ্য অধ্যায় গুলি হলোঃ
১, শিশু ও কিশোর জীবনে মূল্যবোধের অনুশীলন।
২, ছাত্রজীবনে মূল্যবোধের অনুশীলন।
৩, প্রকৃত মনুষ্যত্ব ও সে সম্বন্ধীয় মূল্যবোধ।
৪, শিষ্ঠাচার সম্বন্ধীয় মূল্যবোধ।
৫, মিষ্টভাষিতারূপ মূল্যবোধ।
৬, পড়াশুনার পথে বাধা।
৭, বাস্তবতাবোধরূপে মূল্যবোধের অনুশীলন।
৮, চরিত্রগঠনরূপ মূল্যবোধসম্পন্ন হওয়ার শিক্ষা।
৯, বিচারশীল হওয়ারূপ মূল্যবোধের অনুশীলন।
১০, দাম্পত্যজীবনে মূল্যবোধ।
১১, পারিবারিক ও সামাজিক মূল্যবোধ।
১২, শিক্ষককুলের প্রতি শ্রদ্ধাপরায়ণ হওয়ারূপ মূল্যবোধের অনুশীলন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


