অনেকেই প্রশ্ন করে ইজরাইলি প্রচুর স্থাপনা ধ্বংস হচ্ছে কিন্তু মানুষ কম মারা যাচ্ছে কেন? এই নিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ার সাথে সাথে প্রথমে পোস্ট বুস্ট করার নোটিফিকেশন আসে। যথারীতি উপেক্ষা করলে রেস্ট্রিকশন নোটিশ দিয়ে পোস্ট সরিয়ে দিয়েছে। সেই পোস্ট ব্লগে শেয়ার করছি। মূলতঃ ইজরাইলের প্রতি বাড়ি, মার্কেট ও স্থাপনার ভূগর্ভে ব্যাংকার থাকা বাধ্যতামূলক। মিসাইল এলেই সাইরেন বাজে আর জনগণ বাংকারে ঢুকে যায়। আর ইজরাইল হতাহতের খবর চেপে রাখে। উত্তরঃ
★ ইসরায়েলে বিল্ডিং কোড অনুযায়ী প্রত্যেকটা বাড়িতে বাঙ্কার (safe room বা bomb shelter)নির্মাণ বাধ্যতামূলক।
★ বাঙ্কার ছাড়া কেউ বাড়ি করতে পারে না। যখনই কেউ আক্রমণ করে ঠিক তখনি ঐ এলকায় সাইরেন বেজে ওঠে। সবাই বাঙ্কারে আশ্রয় নেয়।
★ এই বাঙ্কার “bomb-proof” ঘর, রকেট হামলা থেকে শুরু করে রাসায়নিক আক্রমণ থেকে মানুষকে রক্ষা করে।
★ ইজরাইল যখন বুঝলো তাদের নাগরিকরা সেইফ না তখন ১৯৯২ সাল থেকে প্রত্যেকটা নতুন নির্মাণাধীন বাড়ি বা অ্যাপার্টমেন্ট ইউনিটে একটি বাঙ্কার তৈরি করা বাধ্যতামূলক করেছে সরকার।
★ দেয়াল, ছাদ মিনিমাম ৩০ সেন্টিমিটার পুরু reinforced concrete দিয়ে তৈরি।
★ জানালাগুলো Bomb-resistant, typically steel-shuttered window.
দরজাগুলো Heavy, airtight blast-proof steel door.
★ ভেন্টিলেশন Chemical & biological air filter system (NBC – Nuclear, Biological, Chemical protection) থাকে।
★ অতিরিক্ত ব্যবস্থাপনা (High-Risk Zones) থাকে।
★ গাজার কাছাকাছি বা লেবানন সীমান্তে থাকা এলাকায় বাড়িগুলিতে আরও শক্তিশালী communal bomb shelter থাকতে পারে।
★ Apartment building বা স্কুলে সাধারণত কমপক্ষে একটি shared underground bunker থাকে।
অর্থাৎ, তাদের নগর পরিকল্পনা অসাধারণ। এইজন্য ইসরায়েলে হামলা করে ভবন ক্ষতিগ্রস্ত করা গেলেও হতাহত করা অনেক কঠিন।
সর্বশেষ এডিট : ১৬ ই জুন, ২০২৫ সকাল ৮:১৯