somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

জুল ভার্ন
এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস...খুঁজে নিও আমার অবর্তমানে...কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়।আমার অদক্ষ কলমে...যদি পারো ভালোবেসো তাকে...ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে,যে অকারণে লিখেছিল মানবশ্রাবণের ধারা....অঝোর

আমি থেকে আমরা কজন, একদিন আমজনতা হবো....

২০ শে জুন, ২০২৫ বিকাল ৫:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি থেকে আমরা কজন, একদিন আমজনতা হবো.....

ফিরে যাই- সেই ২০০৭ সাল থেকে ২০০৯ সাল, আমরা মাত্র কয়েকজন সেনাতত্বাবধায়ক সরকারের বিরুদ্ধে লেখালেখি শুরু করে ছিলাম ব্লগে....২০১০ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় সেই আমরাই অজস্র হয়ে গোটা বিশ্বের কাছে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে জনমত গড়ে তুলেছিলাম.... শত নিপীড়ন নির্যাতন করেও আমাদেরকে থামানো যায়নি। তারপরের ইতিহাস সর্বজন বিদীত।


ফিরে যাই- স্পেন।
সময়টা ১৯৩৬-এর ১৮ জুলাই। ফ্র্যাঙ্কো, মোলা ও অন্যান্য ফ্যাসিস্ট নেতারা স্পেনের প্রজাতন্ত্রের বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহের ঘোষণা করে। সেই দিনই স্পেনের রাজধানী মাদ্রিদ শহরের বেতারকেন্দ্র থেকে নারীকণ্ঠে প্রতিরোধের দৃপ্ত আহ্বান ছড়িয়ে পড়ে সারা স্পেনে- 'হাঁটু গেড়ে বেঁচে থাকার চেয়ে নিজের পায়ে দাঁড়িয়ে মরাও ভালো।' ছড়িয়ে পড়ে তাঁর ইস্পাতদৃঢ় ঘোষণাঃ 'নো পাসারান! আমরা কোনও অবস্থাতেই ওদের জিততে দেব না।' যে-বিপ্লবী নেত্রীর ঘোষণা সেদিন সমগ্র স্পেনের শ্রমজীবী জনতাকে উদ্দীপিত করেছিল, তিনি একজন খনিশ্রমিকের মেয়ে- ডলরেস ইবারুরি। 'লা পাসিওনারিয়া'র আড়ালে হারিয়ে যায় নিজের নাম- ডলরেস ইবারুরি।

প্রসংগত স্পেনের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক ইবারুরির আত্মজীবনী 'দে শ্যাল নট পাস' থেকে কিছু অংশ পড়ে নেওয়া যাক এই আরক্ত সময়েঃ

'ফ্যাসিস্টদের বিরুদ্ধে সংগ্রামে কেউ নিরপেক্ষ ছিল না। হয় তোমরা আমাদের পক্ষে, নয়তো বিপক্ষে। যুদ্ধ ও শান্তি, ফ্যাসিবাদ ও গণতন্ত্র- এদের মধ্যে সংগ্রামে উদাসীন থাকার অর্থই হল, আক্রমণকারীকে সাহায্য করা। সারা পৃথিবীর মানুষদের সংগ্রামী মেজাজকে লক্ষ করে বিশ্বব্যাপী সকল ফ্যাসিস্টবিরোধী ও গণতন্ত্রকামীর কাছে ডাক দিল- স্পেনের পাশে দাঁড়াও। নিজের দেশে স্বেচ্ছাসেবক বাহিনী গড়ো এবং স্বাধীনতার সপক্ষে লড়বার জন্য তাদের স্পেনে পাঠাও।'

এই আহ্বানে সাড়া দিল ফরাসি, জার্মান, ইতালীয় ও পোল্যান্ড বাসীরা। আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক বাহিনীর দলপতি হয়ে মাদ্রিদকে রক্ষা করতে এলেন হাঙ্গেরির এমিল ক্লেবার। জার্মানি তখন হিংস্র নাৎসি পশুর থাবার নিচে। তবুও সেখান থেকে এলেন ফ্যাসিস্টবিরোধী- ফ্রানৎস্‌ ডাহ্‌লেম, হান্স বেইমলার, হেনরিখ রাউ, গুস্তাভ ৎসিস্তা, হাইনৎস্‌ হফম্যান, লুই সুস্টার, লুডউইস রেন এবং আরও অনেকে।

হিটলারের বিরুদ্ধে প্রথম রুখে দাঁড়িয়েছিলেন বুলগারিয় বিপ্লবী নেতা ডিমিট্রভ। সাথে এলেন শত-শত শ্রমিক, কৃষক ও বুদ্ধিজীবী। ইতালি থেকে এলেন ফ্যাসিস্টবিরোধী সংগ্রামে পোড়খাওয়া সহযোদ্ধা- লুইজি লঙ্গো, পিয়েদ্রো নেন্নি, দ্য ভিত্তোরিও, নিনো নানেত্তি, ভিত্তোরিও ভিদালি, প্যাকিয়ার্ডি, রোসেল্লি প্রমুখ। ফ্রান্স থেকে এলেন- দুমঁ, আঁদ্রে মার্তি, কর্নেল ফ্যাবিয়েন এবং আরও অনেকে। এভাবেই হাঙ্গেরি, রুমানিয়া, চেকোস্লোভাকিয়া, ব্রিটেন, যুগোস্লাভিয়া, অ্যামেরিকা যুক্তরাষ্ট্র, সুইডেন সহ চুয়ান্নটি দেশ থেকে কয়েক হাজার তরুণ-তরুণী যোগ দিতে এসেছিলেন স্পেনে। ইন্টারন্যাশনাল ব্রিগেডের জনসংখ্যা হয়তো খুব বেশি ছিল না, কিন্তু গুরুত্ব ছিল ঐতিহাসিক এবং কালোত্তীর্ণ।

আবার ফিরে আসি স্বদেশভূমে।
২০০৭ সাল থেকে ২০০৯ সাল সেনা তত্বাবধায়ক সরকারের দমন-পীড়ন পেরিয়ে ভারতীয় ষড়যন্ত্রের সহযোগী হয়ে ইউরোপীয় ইউনিয়ন, মার্কিনী সহায়তায় প্রহসনের নির্বাচনে ক্ষমতায় আসে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ। প্রায় ষোলো বছরের ফ্যাসিবাদী দুঃশাসনকাল আমরা রাজপথে, সোশ্যাল মিডিয়ায় যখন প্রতিবাদে সোচ্চার ছিলাম তখন দেশের তথাকথিত বুদ্ধিজীবী, পেশাজীবি, সংস্কৃত কর্মী, শিল্পী সাহিত্যিক কবি, সাংবাদিকরা ফ্যাসিস্ট শেখ হাসিনাকে লেহ্য চোষ্য চর্বনধন্য হয়েছে। আমরা ছিলাম 'কতিপয়'।


এখনো 'আমরা কতিপয়'!
ফ্যাসিস্ট শেখ হাসিনা জ্ঞাতিগুষ্টি নিয়ে পালিয়ে যাওয়ার পর 'আমরা কতিপয়' গুম নির্যাতনের ভুক্তভোগীরা গুম কমিশন এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে ন্যায় বিচারের জন্য মামলা দায়ের করেছি। যার কারণে, পালিয়ে যাওয়া ফ্যাসিবাদের দোসর বাহিনী সোশ্যাল মিডিয়ায় আমাদের বিরুদ্ধে বিষোদগার কুৎসা প্রচারে ঝাপিয়ে পড়েছে এমনি মেরে ফেলার হুমকি দিচ্ছে! এখনো সেইসব পদলেহন করা কবি সাহিত্যিক, সাংবাদিক তথাকথিত বুদ্ধিজীবীরা নিরব।


ওরে ভার্সুয়াল গুন্ডা বাহিনী, তোদের লেডি হিটলার ক্ষমতায় থাকতে তাকে এবং তার লেলিয়ে দেওয়া বাহিনীকেই থোড়াই কেয়ার করে সোচ্চার ছিলাম। সেখানে এখন তোদের মতো অজ্ঞাতনামা শাখামৃগ, বরহা শাবক গুন্ডাদের ভয় পাবো- তেমনটা ভেবেছিস! তোদের মাথাভর্তি গু। তোদের জন্য করুণা হয়। আমাদের চিন্তা চেতনা- "জীবন মৃত্যু পায়ের ভৃত্য, চিত্ত ভাবনাহীন"! অতএব, আমাদেরকে ভয় দেখিয়ে লাভ নাই।
সর্বশেষ এডিট : ২০ শে জুন, ২০২৫ বিকাল ৫:৪২
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাকিস্তান কেন বাংলাদেশের চেয়ে এগিয়ে?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৮ ই জুলাই, ২০২৫ বিকাল ৩:১৬


(চুলকানী থাকলে এড়িয়ে চলুন / ট্যাগ লাগানোর আগে ভাবুন/ভাবতে শিখুন।)


নেকেই "পাকিস্তান কেন বাংলাদেশের চেয়ে এগিয়ে" এই শিরোনাম দেখেই লুঙ্গী খুলে ধুতি পড়া শুরু করবেন। ওয়েট ওয়েট একটু অপেক্ষা করুন... ...বাকিটুকু পড়ুন

কানাডায় বাংলাদেশী এসাইলাম সিকারদের মিথ্যা মামলা - বাংলাদেশ সরকারকে ব্যাবস্থা নিতে হবে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুলাই, ২০২৫ বিকাল ৪:০৪

আমার নিজের একটি অভিজ্ঞতা দিয়ে ঘটনা শুরু করছি। কয়েক মাস আগে, আমি বিদেশে আরেকটি মাস্টার্স করার জন্যে ইউনিভার্সিটি এজেন্ট খোজা শুরু করেছি। হঠাৎ একদিন দেখি, একজন এজেন্ট আমার কাছে ম্যাসেজ... ...বাকিটুকু পড়ুন

ইউনিয়ন পরিষদ কার্যালয়: স্থানীয় সরকারের গুরুত্বপূর্ণ ইউনিট।

লিখেছেন রবিন.হুড, ০৮ ই জুলাই, ২০২৫ বিকাল ৪:৩৭


বাংলাদেশে স্থানীয় সরকার ব্যবস্থার একটি দীর্ঘ ও ঐতিহ্যবাহী ইতিহাস রয়েছে। অতি প্রাচীন কাল থেকে উপমহাদেশে স্থানীয় সরকারের অস্তিত্ব খুজে পাওয়া যায়। সাধারণত স্থানীয় সরকার বলতে এমন জনসংগঠনকে বুঝায় যা... ...বাকিটুকু পড়ুন

ট্রাম্প ঝড়ে উড়ে যাবে বাংলাদেশ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুলাই, ২০২৫ সন্ধ্যা ৬:০০


অনেকদিন পর বাংলাদেশের মিডিয়া এবং সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা একসাথে একটি বড় ইস্যুতে সাড়া দিয়েছে। মিডিয়া আর জনগণ সমানতালে অন্তর্বর্তী সরকারের ডাউনফল নিয়ে রসিকতা করছে। আসলে বাঙালির স্বভাবই এমন ক্ষমতায়... ...বাকিটুকু পড়ুন

ব্লগার 'নতুন নকিব'-কে ব্লগে দেখছি না!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৯ ই জুলাই, ২০২৫ সকাল ৮:০৯

আজ প্রায় ৬ দিন হতে চললো ব্লগের ইসলামী ঘরানার পরিচিত মুখ 'নতুন নকিব'-কে দেখা যাচ্ছে না! তিনি ভালো আছেন তো?

আমি যখন আমার সিভি কিভাবে সাজাবো তা ভেবে কুল কিনারা... ...বাকিটুকু পড়ুন

×