ক্লান্ত পথিক ! কতখানি ক্লান্ত তুমি ?
ক্লান্ত পথিক : যতখানি ক্লান্ত হলে পৃথিবী দেখার শখ মিটে যায়,
ক্লান্ত পথিক ! কতখানি তৃষ্ণার্ত তুমি ?
ক্লান্ত পথিক : যতখানি তৃষ্ণার্ত হলে পৃথিবীর সব জ্ঞান পান করার সাধ জাগে,
ক্লান্ত পথিক ! কতখানি সুখী তুমি ?
ক্লান্ত পথিক : সদ্য ভুমিষ্ঠ শিশুর মুখ দেখা পিতার মত সুখী আমি,
ক্লান্ত পথিক ! কতখানি দুঃখ তোমার ?
ক্লান্ত পথিক : একখন্ড মেঘের বৃষ্টি না হয়ে ঝরার মত দুঃখ আমার,
ক্লান্ত পথিক ! কতদিন বাচতে চাও এই পৃথিবীতে ?
ক্লান্ত পথিক : যতদিন শেষ হবে না দুখীর কান্না, শিশুর আর্তনাদ,
ক্লান্ত পথিক ! তবে তো তোমাকে পৃথিবী ধ্বংস হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।
সর্বশেষ এডিট : ১৯ শে জুলাই, ২০১০ বিকাল ৫:৫২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




