ইদানিং তাই ইন্জেক্ট করে হলেও আমার ভিতরে আবার গান ভরে নেয়ার চেষ্টা করছি। এই প্রচেষ্টার অংশ হিসাবে আমার ভালো লাগা গানগুলো ব্লগে শেয়ার করার চেষ্টা করবো।
এই গানটার কথা জেনেছি কিছুদিন আগে প্রথম-আলো'তে অর্নবের উপর আসা আর্টিকেল পড়ে।
[আর্টিকেলের লিংক:
Click This Link ]
ভাবলাম শুনে দেখি কেমন গান? সময়টা তখন প্রায় ভোর হয় হয়। নেটে অনেক খুঁজে পেতে গানটা নামিয়ে ছাড়লাম। খোলা জানালার ঐপাশে ফরসা হয়ে আসা আকাশটাও যেন থমকে গেলো। ক্ল্যারিনেটের বিষাদমাখা সুর আমাকে এলোমেলো করে ভেসে বেড়াল ভোরের বাতাসে। আমার লেখার হাত ভালো না। তাই অনুভুতিটা প্রকাশ করার সঠিক শব্দগুলো খুঁজে পাচ্ছিনা। তাই বাকিটা আপনাদের উপর ছেড়ে দিলাম।
Click This Link
[শেষবার যে গান শুনে চোখে পানি এসেছিল তা ছিলো আর্টসেলে'র 'তোমাকে'। অনেকদিন পর সে রেকর্ডটা স্পর্শ করলো অর্নবের গাওয়া এই রবীন্দ্রসঙ্গীত "নয়নো তোমারে"।]

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


