কোন একদিন।
যেদিন বাজবে সানাই রাজপথে
অবচেতন গুলো চেতনা পাবে এ-আশাতে
আমরা থাকবো সেদিন ঠিক সামনের কাতারে
কোন গোলযোগ হতে দেবনা তাতে।
আমরা সাজাবো ভোরের সকাল
আমরা রাঙ্গাবো ভোরের সূর্যাদয়
আমরা উঠিবো চাঁদের হাশি হেশে
ধনি গরীব পাশা পাশি বসে।
আজ ডোবাবো মোরা নিরাশ বেলা
আনন্দ ঘনো আলোর খেলায়
ভাঙ্গবো রবির অবচেতনা গুলো
মেটায়ে দেহের নীরব জ্বালা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




