ভারতীয় নিপীড়ন হবে নিকৃষ্ট: নিক্সন
৮ ডিসেম্বর, ১৯৭১। স্থান ওয়াসিংটন।
উপমহাদেশের পরিস্থিতি নিয়ে কথা বলছেন নিক্সন, কিসিঞ্জার ও এর্টনি জেনারেল মিশেল।
প্রেসিডেন্ট নিক্সন ও কিসিঞ্জার মনে করতেন স্টেট ডিপার্টমেন্টর একটি অংশ ভারতপন্থি। যদিও বরা হয়ে থাকে মাউন্টব্যাটেন বাংলাদেশের জন্ম দেখেছিরেন। কিন্তু কিসিঞ্জার স্পষ্ট বলেছেন, পাঁচ বছর আগেও রাশিয়ার সহযোগিতায় এবং কারো কাছ থেকে বাধা না পেয়েই বাংলাদেশ স্বাধীনতা অর্জনের ব্যাপারে যদি কেউ ভবিষ্যদ্বাণী করত তা হরে তা উদ্ভট মস্তিস্কের বলেই গণ্য হতো। কিসিঞ্জারের উক্তিতে স্পষ্ট যে, তিনি মনে করতেন যারা বাংলাদেশের অভ্যুদয়ের পক্ষে তাদের অবস্থান ভুল। কারণ তারা কথায়, স্বাধীনতা লাভের ছয় মাসের মধ্যে বাঙ্গালীরা বুঝতে পারবে পাকিস্তানিদের নিপীড়নের চাইতে ভারতীয়দের নিপীড়ন হবে অধীক নিকৃষ্ট।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




