ফুল হয়ে জড়বো খোপায়
আলোর আকাশে একগুচ্ছ যদি তারা হয়েই থাকো
তবে কেনই বা বলব তোমায় কষ্ট দেব
আমি মর্তের লৌকে একগুচ্ছ ফুল হয়েছিলাম
তোমার বাগানে, সে’যে তোমারি অপেক্ষায়
কত না প্রহর কেটেছে আমার বাগান বিলাসে
আমাকে লাগেনি ভালো
তুমি আসবে বলে আমি অপেক্ষায় ছিলাম
কত যত্নেই না হয়েছি বড় পৌছতে সে তোমারি হাতে
তুমি গীতগেয়ে দাড়াবে প্রিয় আয়নার সামনে
আমি জড়বো তোমার খোপায়
কষ্টদেবে কেন বলো!
আমি তারাহয়ে সাড়াদেব ঐ রাতের আকাশে।
ফুল হয়ে জড়বো খোপায়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




