স্বাধীনতা যুদ্ধে শহীদ হওয়া একজন ‘মা’ ও তার সন্তান কে স্মরণে।
.................................................................................
ঢেকে দাও প্রভু আমার মায়ের শরীর খানি
কারন তার রক্তে মেখে গেছে আমার নিষ্কৃয় দেহ-বয়
যদি তুমি মহান হলে তবে তুমি মেঘ দাও
প্রভু তবু তুমি ঢেকে দাও এই রক্তে ভেজা শরীর।
আর ক্ষত-তো সাড়া যাবে না!
কেউ পাবে না শুদ্ধ-করতে আমার ব্যাথা!
প্রভু দয়ালু যদি হও; শোনো তুমি আমার কথা
বুকেতে আমার ভরা নদীর উঠছে তুফান
কে থামাবে বল তুমি যে আমায়?
ঢেকে দাও তুমি তৃপ্তি-করে
আমি ছিলেম ওই তোমার গরিব
নয়-তো তোমার আমীর!
নয়তো আমার প্রতি সদায় হও আর-নিক্ষেপ করো
ওই রক্তে ভেজা জমিনের পড়ে থাকা পাথর!
যে-পাথরের আঘাতে ক্ষত-বিক্ষত হয়
আমার সমস্ত পরিক্রমার মাঝে বয়ে যাওয়া জ্বলন্ত আগুন
যদি পারো তুমি চাঁদের আলো হও
একটু শান্তি আর ছায়ার আশায় আমি দাড়াবো তোমার মাঝে
তবু ঢেকে দাও প্রভু আমার মায়ের শরীর খানি
ওই অবিমিশ্রিত নীলের অসীম হতে শুধুই নীরবে না তাকিয়ে থাকো তুমি
এখন আমাদের ঘরের মাঝে প্রভু তুমি ঢালো
রাত্রির আঁধারে পুরো চাঁদের আলো
দিনের কল্যাণে ঢালো তেমনি করে সূর্য্য কিরণ
আমিতো বলিনি তাতে কিছু
জানাই-নি একবিন্দু ক্ষোভ কোন অভিযোগ;
তুমি বন্ধু না হও, হও আমাদের আশ্রয় দাতা
তবু ঢেকে দাও আমার মায়ের শরীর
চাঁদ না হও, হও তুমি চাঁদের ছায়া আমি সেই ছায়াতে আশ্রয় খুজি তোমার;

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




