এখানে এই ধব-ধবে সুন্দর অথবা ধুসর আকাশের নীচে-
নীরব আর ক্ষয়ে যাওয়া দুর্বলতার চিহূ নিয়ে চলে যায় সময়ের কামাণ মেঘের আঁধারে,
আবলো-থাবলো সারি-সারি সবুজ বনাঞ্চল মাড়িয়ে আমরা ধ্বংস করি অতীত,
আর আলোকপাত করি এক নতুন শতকের।
এখান থেকেই মহড়া দেয়া হবে একটা বিপ্লবের, এই নতুন প্রজন্মকে ।
আমরা পার হচ্ছি সহজ এবং সরলতার মধ্যদিয়ে, কঠিন আবেগ আর বিভিষিকাকে জয় করে
কেননা আমরা খুব কাছ থেকে দেখতে পাচ্ছি আনন্দের প্রখরতায় জ্বলে উঠবে বিজয়ের ক্ষন;
আর কোন রাত্রিকে দেখা যাবে না বোমার আঘাতে আলোকিত হতে,
আমাদের জন্যে বিষ ঢালে ওরা প্রকোষ্ঠের অন্ধকারে।
এখানে আমি বলতে শুধু ‘আমি’ নয়, এখানে পৃথিবী স্মরণ করবে তার ধুলোর কণিকা
জগতের কিনারা হতে এমনি ভাবে স্মরণ করবে ভিটা হাড়া মানুষের দল।
যেখানে হারানোর মতো আর অবশিষ্ট কোন কিছুই হাতে ছিল না তাদের;
আমরা অবকাশের এক-সময়ে কাছাকাছি আসবো!
আর নিজের চোখের সামনে দেখতে পাবো আমাদের ভবির্ষৎ,
আর প্রজন্মের পর প্রজন্ম ধরে যারা বার-বার হয়েছে ভিটে-মাটি হারা, হয়েছে নির্যাতিত তাদের।
সর্বশেষ এডিট : ১৫ ই মে, ২০১০ দুপুর ১:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




