আমার ছোট ভাই দুইবারের প্রচেষ্টার পরও কোন মেডিকেলে চান্স পায় নাই
কিন্তু ছোটবেলা থেকেই ওর ইচ্ছা এবং আমাদেরও প্রত্যাশা সে একদিন ডাক্তার হবে ! সেই অনুযায়ী চেষ্টাও করেছিল কিন্তু ব্যাটেবলে হয় নি !!
যাইহোক , এখনও সে আসা ছাড়ে নাই আমরাও আশা ছাড়ি নাই !
তার কথা হল "হযরত মোহাম্মদ (সাঃ) বলেছেন জ্ঞান অর্জনের জন্য সুদূর চীন দেশে যেতে হলেও তোমরা যাও "
তাই ডাক্তারী পড়তে ও সাথে রাসূল (সাঃ)এর সুন্নত পালন করতে তিনি চীন দেশ হইতে ডাক্তারী বিদ্যা অর্জন করিতে ইচ্ছুক !!!!
তার এক ঘনিষ্ঠ বন্ধুও যেতে চায় এবং ঐ বন্ধুর পরিবার ও এতে সম্মতি দিয়েছেন ।
এখন আমার আরজী আপনাদের নিকট
১) চায়নাতে ডাক্তারী পড়িবার ইতিবাচক ও নেতিবাচক দিক গুলো ।
২) চায়নার ডাক্তারী ডিগ্রীর গ্রহনযোগ্যতা কেমন ।
৩) যোগাযোগের পদ্ধতি কি / কিভাবে আগাইতে হইবে ।
৪) খরচাপাতি কেমন পড়িতে পারে ।
৫) স্টুডেন্ট কনসালটেন্সি ফার্ম গুলোকে কতটুকু বিশ্বাস করা যায় বা কতটুকু উপকৃত হওয়া যায় ।
ইত্যাদি বিষয়গুলি যদি কেহ জানাইতেন বড়ই উপকৃত হইতাম ।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



