ভারতের কাছ থেকে প্রতিশ্রুত অর্থ সহায়তা পাচ্ছে না বাংলাদেশ। অর্থ সঙ্কটের কারণেই এমন সিদ্ধান্ত নিয়েছে ভারত। এ নিয়ে গতকাল (শুক্রবার) ভারতের পররাষ্ট্র বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির রিপোর্টে বলা হয়েছে- “বাংলাদেশকে ১০ কোটি ডলার দেয়ার প্রতিশ্রুতি থেকে শুরুকরে আফ্রিকায় বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য ভারত অর্থ সহযোগিতার যেসব প্রতিশ্রুতি দিয়েছিল দিল্লি এখন সেগুলো বাস্তবায়ন করতে পারছে না।” ভারতের দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস আজ (শনিবার) এ খবর দিয়েছে। ‘ইন্ডিয়া স্লো অন ফরেন এইড’ শিরোনামের প্রতিবেদনে পত্রিকাটি বলেছে- “ভারত সরকার তাদের ব্যয় কমিয়ে আনার যে উদ্যোগ নিতে চলেছে তাতে আন্তর্জাতিক অঙ্গনে তাদের একরকম বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হচ্ছে।” কমিটি সরাসরি বলেছে, বাজেট ঘাটতির কারণেই এ ধরনের অস্বস্তিকর সিদ্ধান্ত নিতে হচ্ছে। সংসদীয় কমিটি বলেছে- ভারতের মন্ত্রিপরিষদ কমিটি বাংলাদেশকে যে ২০ কোটি ডলার অর্থ সহায়তা দেয়ার সিদ্ধান্ত নিয়েছিল তার পুরোটা বাস্তবায়ন করতে পারছে না। ২০১২ সালের মে মাসে ভারতের ততকালীন অর্থমন্ত্রী প্রণব মুখার্জি বাংলাদেশ সফর করার সময় এ সহায়তার ঘোষণা দিয়েছিলেন। এ পর্যন্ত ভারত বাংলাদেশকে পাঁচ কোটি ডলার দিয়েছে। পরবর্তী কিস্তির পাঁচ কোটি ডলার দিতে সরাসরি অস্বীকার করেছে ভারতের অর্থ মন্ত্রণালয়। ভারতের সঙ্গে ১০০ কোটি ডলার ঋণচুক্তি সই হওয়ার পর গত আড়াই বছরে পণ্য ও টাকা মিলিয়ে মোট ১০ কোটি ডলার পেয়েছে বাংলাদেশ। ভারতের পররাষ্ট্রমন্ত্রী সালমান খুরশিদ গত ১৭ ফেব্রুয়ারি ঢাকা সফরে এসে প্রধানমন্ত্রীর কাছে পাঁচ কোটি ডলারের চেক দেন। বাকি প্রায় পাঁচ কোটি ডলার সমমূল্যের উপকরণ হাতে পেয়েছে ঢাকা। এর মধ্যে রয়েছে ২৯০টি দোতাল ও ১০টি আর্টিকুলেটেড বাস যেগুলো বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) বহরে যুক্ত হয়েছে। ২৯০টি দোতলা বাস গত বছরই বাংলাদেশে এসে পৌঁছায়। বর্তমানে সেগুলো বিভিন্ন রুটেচলাচল করছে। আর ১০টি আর্টিকুলেটেড বাস প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করেছেন। সেগুলো রাজধানীতে চলাচল শুরুকরে ২০ ফেব্রুয়ারি থেকে। ২০১২ সালের এপ্রিলে ঢাকা সফরে আসেন ভারতের তৎকালীন অর্থমন্ত্রী প্রণব মুখার্জি। ওই সফরে ১০০ কোটি ডলার ঋণের মধ্যে ২০ কোটি ডলার অনুদান হিসেবে ঘোষণা দেন তিনি। এর ১০ মাস পর ১৭ ফেব্রুয়ারি প্রথম কিস্তির পাঁচ কোটি ডলার পায় সরকার। বাকি ১৫ কোটি ডলার তিন কিস্তিতে ধাপে ধাপে দেয়া হবে বলে জানানো হয়েছিল।#
সূত্র:
bangla.irib.ir/2010-04-21-08-29-09/2010-04-21-08-29-54/item/48256-‘ভারত-থেকে-অর্থ-সহায়তা-পাচ্ছে-না-বাংলাদেশ’

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



