আমি খুব নতুন একজন ব্লগার, মাসখানেক হলো যুক্ত হয়েছি। ব্লগ পড়ছি ৩/৪ মাস যাবৎ। এখন এমন হয়েছে কাজের ফাকে যখনই সময় পাই কম্পিউটার সামনে নিয়ে বসে থাকি। চোখের সামনে সামহোয়ার। একের পর এক পোষ্ট আসছে, দেখছি পড়ছি, ইচ্ছে হলে কমেন্ট করছি। কারো কারো পোষ্টে গিয়ে গুপ্তধন খুজে পাচ্ছি। সাথে সাথে সেগুলো পড়ে ফেলছি, প্রয়োজনীয় হলে প্রিয়জনদের লিংক কপি করে পাঠাচ্ছি। তারা ধন্যবাদ জানাচ্ছে, উৎসাহিত হচ্ছি।
এভাবে পার করে যাচ্ছি দিন রাত। মনে হয় উঠোনে দাড়াইনা কতোদিন। মনে পরে বাচ্চাদের সাথে দুষ্টুমি করিনা কতকাল। সবচেয়ে বেশি যা মিস্ করি তা হলো পড়াশুনা। বুক শেলফের বইগুলো তাকিয়ে থাকে আমার দিকে, আমার চোখ কম্পিউটার স্ক্রীনে।
বইমেলা আসলো, চলেও যাচ্ছে। প্রতি বছরই দুতিনবার করে যাওয়া হয়। এবার সেই আগ্রহ খুঁজে পাচ্ছিনা। বইয়ের তালিকা দেখে দেখে বইমেলা চিনি।
আমার কাছের এক বন্ধুর কবিতার দুটি লাইন মনে পড়ছেঃ
পাখি প্রেম আমাকে খায়
আমি খাই মাছের শরীর
তেমনি
সামহোয়ার আমায় খাচ্ছে, আমি খাচ্ছি............ কি?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




